উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: করোনা(CORONA) পরিস্থিতিতে প্রায় সবারই কাজের পরিবেশে পরিবর্তন এসেছে। কেউ ওয়ার্ক ফ্রম হোম করছে আবার কেউ অফিস যাওয়া এড়াতে পারছে না। এই পরিস্থিতিতে কী ধরনের পোশাক পরে গেলে তা আপনার জন্য ভালো হবে তারই কিছু পরামর্শ রইল এই প্রতিবেদনে। দেখে নেওয়া যাক করোনাকালের ফ্যাশন…
গ্লাভস এবং মাস্ক পরুন-
পাবলিক ট্রান্সপোর্টে গ্লাভস এবং মাস্ক এখন আবশ্যক। এটি পরা থাকলে যেখানে সেখানে হাত দেবার বদভ্যাস থাকলেও আপনি বাঁচতে পারেন। এন-৯৫ মাস্ক সংক্রমণ কমানোর ক্ষেত্রে কার্যকর।
ফুল স্লিভ পোশাক পরুন-
শরীরের অধিকাংশ অংশ ঢাকা থাকলে এই সময় তা আপনাকে বাঁচাবে। ফর্মাল ডিসাইনার ফুল স্লিভ কুর্তা, সোয়েট শার্ট, ফুল স্লিভ টি-শার্ট ট্রেন্ডিও আবার ট্রেনে-বাসে চলা ফেরা করার জন্য সুরক্ষিত।
স্কার্ফ স্টাইলিং-
স্কার্ফ পরলে গলায় ঠাণ্ডা লাগার সম্ভাবনা কমবে। ফুল স্লিভ পোশাকের সঙ্গে মানানসই স্কার্ফ আপনাকে আরও আকর্ষণীয় করে তুলবে।
টুপি ব্যবহার-
পাবলিক ট্রান্সপোর্টে চুল ঢেকে রাখলে সংক্রমণ কমবে। শীতকালে রকমারি টুপি স্টাইলিশও। সুতরাং নানারকমের টুপি আপনার সৌন্দর্য বাড়াবে।
আরও পড়ুনঃ করোনাকে রুখতে শর্ত আরোপ কেজরীওয়ালের
আরও পড়ুনঃ করোনা আবহে মমতা ব্যানার্জ্জীর মানবিক উদ্যোগ
লাইক করুন আমাদের ফেইসবুক পেজ : https://www.facebook.com/uttarbangasambadofficial