উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শীত আসলেই ঠোঁট ফাটতে শুরু করে। ঠোঁটের যত্নে নিয়মিত পেট্রোলিয়াম জেলি ব্যবহার করতেই পারেন। তবে যদি ঠোঁট রাঙাতে চান, শীতের দিনগুলিতে বেছে নিতে পারেন লিপগ্লস (Lip Gloss)। বাজারচলতি লিপগ্লস পাওয়া যায় ঠিকই, কিন্তু তাতে রাসায়নিক থাকে অনেক সময়ই। এর পরিবর্তে বাড়িতেই ঘরোয়া উপকরণে বানিয়ে ফেলতে পারেন লিপগ্লস। এতে থাকা উপাদানের গুণে কোমল এবং মসৃণ থাকবে ঠোঁট, দেখতেও লাগবে সুন্দর। রইল বাড়িতেই লিপগ্লস তৈরির কিছু পদ্ধতি…
১.
উপকরণ
১ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি, ২-৩ ফোঁটা এসেনশিয়াল অয়েল, আধ চামচ বেদানার রস
পদ্ধতি: পেট্রোলিয়াম জেলির মধ্যে পছন্দের এসেনশিয়াল অয়েল ভালো করে মিশিয়ে নিন। তারপর পুরোনো কোনও লিপগ্লসের শিশি ধুয়ে তাতে ভরে রাখুন। তুলির সাহায্যে ঠোঁটে ব্যবহার করুন।
২.
উপকরণ
১ টেবিল চামচ কোকো পাউডার, ১ টেবিল চামচ নারকেল তেল, ২-৩ ফোঁটা এসেনশিয়াল অয়েল
পদ্ধতি: সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিন। তারপর লিপস্টিক লাগানোর ব্রাশের সাহায্যে তা ঠোঁটে লাগিয়ে নিন। যারা চান না, ঠোঁট বেশি চকচক করুক। তাঁরা এই পদ্ধতিতে তৈরি লিপগ্লস ব্যবহার করতে পারেন।
৩.
উপকরণ
১ টেবিল চামচ পেট্রোলিয়াম জেলি, সামান্য একটু গ্লিটার, রং চাইলে ব্যবহার করতে পারেন সামান্য স্ট্রবেরি বা বিটের রস।
পদ্ধতি: সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নিতে হবে। তাহলেই তৈরি হয়ে যাবে এই লিপগ্লস।