Sunday, June 4, 2023
Homeজীবনযাপন৫ মিনিটেই ত্বকে ফিরবে জেল্লা, বাড়িতেই বানান হলুদের টোনার  

৫ মিনিটেই ত্বকে ফিরবে জেল্লা, বাড়িতেই বানান হলুদের টোনার  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: কাজের চাপে ত্বকের জেল্লা একেবারেই হারিয়ে যাচ্ছে। কিন্তু আপনার ব্যস্ত সময় থেকে মাত্র ৫ মিনিট ব্যয় করুন। চটজলদি ত্বকে ফিরবে জেল্লা। কিন্তু কীভাবে? ত্বকে জেল্লা ফেরাতে হলুদের কোনও বিকল্প নেই। তবে শুধু হলুদ বাটা নয় বরং বাড়িতেই খুব সহজে বানিয়ে ফেলুন হলুদের টোনার। অনেকেই ঘরোয়া ফেসপ্যাকে এক চিমটে হলুদ মিশিয়ে দিতে পছন্দ করেন। তবে হলুদ দিয়ে তৈরি টোনার কয়েক নিমেষের মধ্যেই ত্বকে আনে ঔজ্জ্বল্য। এর নিয়মিত ব্যবহার বলিরেখার সমস্যাও দূর করে।

কীভাবে বানাবেন হলুদের টোনার?

এই টোনার বানাতে লাগবে কাঁচা হলুদ বাটা, অ্যালো ভেরা জেল, গোলাপ জল, লেবুর রস ও জল। প্রথমে এক গ্লাস জল গরম করে নিন। জল ঠান্ডা হলে তাতে দু’টেবিল চামচ কাঁচা হলুদ বাটা, এক টেবিল চামচ অ্যালো ভেরা জেল, দু’টেবিল চামচ গোলাপ জল, এক টেবিল চামচ লেবুর রস মেশান। এ বার মিশ্রণটি একটি কাচের স্প্রে বোতলে ভরে ফ্রিজে রাখুন। প্লাস্টিকের বোতলে এই টোনার রাখবেন না। এভাবে বানালে টানা ১৫ দিন হলুদের এই টোনার ব্যবহার করতে পারবেন।

কীভাবে ব্যবহার করবেন?

উজ্জ্বল ত্বক পেতে সপ্তাহে ২-৩ বার হলুদের টোনার ত্বকে লাগাতে পারেন। এই টোনার ব্যবহার করার আগে প্রথমে জল দিয়ে ভাল করে মুখ ধুয়ে ফেলুন। তার পরে হলুদের টোনার মুখে লাগিয়ে মিনিট তিনেক মালিশ করুন। হয়ে গেলে হালকা গরম জল দিয়ে মুখ পরিষ্কার করে নিন। সব শেষে মুখে ময়শ্চরাইজার লাগিয়ে নিন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments