Thursday, June 1, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গHS Result 2023: রাজ্যে ষষ্ঠ তথা জেলায় প্রথম কোচবিহারের চয়ন

HS Result 2023: রাজ্যে ষষ্ঠ তথা জেলায় প্রথম কোচবিহারের চয়ন

কোচবিহার: উচ্চমাধ্যমিকে রাজ্যে ষষ্ঠ তথা কোচবিহার জেলার সেরা হল চয়ন বর্মন। জেনকিন্স স্কুলের এই পড়ুয়ার প্রাপ্ত নম্বর ৪৯১। করোনাকালে মাধ্যমিক পরীক্ষা দিতে পারেনি চয়নের মতো লক্ষ লক্ষ ছাত্র-ছাত্রী। ফলে বরাবরই ভালো ছাত্র হিসেবে পরিচিত চয়ন ব্রাত্যই থেকে যায় সেইসময়।

এবার উচ্চমাধ্যমিকে (HS Result 2023) রাজ্যে ষষ্ঠ স্থান দখল করে সেই আক্ষেপ পূরণ হল তার। সে বাংলায় ৯৮, ইংরেজিতে ৯৮, অংকে ৯৯, কেমিস্ট্রিতে ৯৯, ফিজিক্সে ৯৭ পেয়েছে। তার পছন্দের বিষয় ফিজিক্স। পড়াশোনার পাশাপাশি সে ব্যাডমিন্টন খেলে। বাবা ক্ষিতীশচন্দ্র বর্মন পেশায় প্রাথমিক স্কুল শিক্ষক। মা বকুল রায় বর্মন গৃহবধূ।

:Advertisement:

UBS HS Ad

কোচবিহার শহরের ১১ নম্বর ওয়ার্ডের নিউ কদমতলা এলাকার বাসিন্দা চয়নের কথায়, ‘ভালো ফল হবে সেই আশা করেছিলাম। প্রত্যাশা আগে থেকেই ছিল। কিন্তু জেলার সেরা হয়ে রাজ্যের ষষ্ঠ হব সেটা কখনও ভাবিনি। পরবর্তীতে ডাক্তার হব। নিট পরীক্ষা দিয়েছি।’

আরও পড়ুন: রাজ্যে দশম কোচবিহারে স্বাগতা

এদিন ফল ঘোষণা হতেই (HS Result 2023) নিউ কদমতলা এলাকায় কার্যত উৎসবের চেহারা নেয়। চয়নের বাড়িতে চলে মিষ্টিমুখ। বিভিন্ন জনপ্রতিনিধি ও সরকারি আধিকারিকরা তার বাড়িতে গিয়ে তাকে সংবর্ধনা জানিয়েছে।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments