Exclusive

Mirik Lake | মিরিক লেকে মাছের মড়ক, বন্ধ বোটিং

শিলিগুড়ি: মিরিক লেকে (Mirik Lake) ভেসে উঠছে মৃত মাছ (Dead Fish)। গত দু’দিন ধরে চলা এই ঘটনার জেরে প্রশাসনিক মহল থেকে শুরু করে সাধারণ মানুষের মধ্যে নানা প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। দীর্ঘদিন ধরে লেকে থাকা এই মাছগুলো পর্যটকদের আকর্ষণের কেন্দ্রবিন্দু। অথচ সেসব কীভাবে মারা যাচ্ছে, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। বিষয়টি নিয়ে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে মৎস্য দপ্তর। এই ঘটনার পর মিরিক লেকে বোটিং বন্ধ রাখা হয়েছে।

মিরিক পুরসভার (Mirik Municipality) প্রশাসক বোর্ডের প্রধান লালবাহাদুর রাই বলেছেন, ‘বিষক্রিয়ার কোনও তথ্য আমরা পাইনি। যে মাছগুলো এই সময় ডিম দেয়, সেগুলোরই মৃত্যু হয়েছে। মৃত্যুর কারণ খুঁজতে তদন্ত করছে মৎস্য দপ্তর।’ অন্যদিকে মৎস্য দপ্তরের আধিকারিক কৌশিক মাইতি জানিয়েছেন, দপ্তরের কর্মীদের মিরিক লেক পরিদর্শন করে সেখান থেকে জলের নমুনা নেওয়ার জন্য বলা হয়েছে। সেই নমুনা পরীক্ষার জন্য ল্যাবরেটরিতে পাঠানো হবে।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, মিরিক লেকে দীর্ঘদিন ধরে আবর্জনা, দোকান এবং হোটেলের উচ্ছিষ্ট ফেলা হয়। এমনকি কিছু হোটেলের শৌচাগারের সংযোগ সরাসরি লেকের সঙ্গে রয়েছে। যার জেরে লেকে বিষক্রিয়ায় মাছগুলো মারা গিয়েছে।

বুধবার সকাল থেকেই আমেরিকান রুই, সিলভার কার্প, কাতলা সহ অন্যান্য মাছ মরে ভেসে থাকতে দেখা যায়। একটি-দুটি করে ধীরে ধীরে গোটা লেকজুড়ে এভাবে বড় বড় মাছ ভেসে উঠতে শুরু করে। যা নিয়ে স্থানীয়দের মধ্যে উদ্বেগ ছড়ায়। খবর পেয়ে মিরিক পুরসভার কর্মীরা সেখানে যান। পরে মহকুমা প্রশাসনের আধিকারিকরাও লেকে গিয়ে পরিস্থিতি খতিয়ে দেখেন। খবর দেওয়া হয় মৎস্য দপ্তরে।

বৃহস্পতিবার এবং শুক্রবারও একইভাবে প্রচুর মরা মাছ ভেসে উঠেছে। এই লেকে দীর্ঘদিন ধরে থাকা মাছগুলো ধীরে ধীরে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে মারা যাচ্ছে, অন্তত এমনটাই অনুমান স্থানীয়দের। এপ্রসঙ্গে মিরিকের বাসিন্দা সুমন লোহার, পদ্মা ছেত্রী সহ বাকিদের বক্তব্য, ‘মিরিক বেড়াতে আসা পর্যটকদের কাছে এই লেকের মাছ অত্যন্ত জনপ্রিয়। কৃষ্ণনগর বাজারের কাছে লেকের উপরে থাকা ছোট সেতু থেকে মাছগুলোকে খুব কাছে দেখা যায়। পর্যটকরা পাউরুটি সহ অন্যান্য খাবার দেন, আর সব মাছ সামনে চলে আসে।’ তাঁরা আরও বলেন, ‘মৃত মাছগুলোর একেকটি দেড়-দুই কেজি ওজনের। কেন ও কীভাবে এত মাছ মারা যাচ্ছে, তা খতিয়ে দেখা উচিত।’

জিটিএ’র পর্যটন বিভাগ সূত্রের খবর অনুযায়ী, তিনদিন ধরে বোট নিয়ে লেকে ঘুরে ঘুরে মরা মাছগুলো তুলে ফেলা হচ্ছে। শুক্রবার দুপুর পর্যন্ত প্রায় ২০০ মরা মাছ লেক থেকে উদ্ধার করা হয়েছে। লেকে বোটিং আপাতত বন্ধ।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Mamata Banerjee | ‘ডাইরেক্ট পলিটিক্স’ করছেন রামকৃষ্ণ মিশন-ভারত সেবাশ্রমের সাধুদের একাংশ, অভিযোগ মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নির্বাচনি সভা থেকে ভারত সেবাশ্রম সংঘ ও রামকৃষ্ণ মিশনের একাংশ মহারাজের…

51 mins ago

Gurucharan Singh | ২৫ দিন ধরে বেপাত্তা! আচমকা বাড়ি ফিরে কী জানালেন ‘তারক মেহতা’র সোধি?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ২৫ দিন ধরে নিখোঁজ। অবশেষে বাড়ি ফিরলেন ‘তারক মেহতা কা উলটা…

1 hour ago

Russia-Ukraine | রাশিয়ার আক্রমণ, খারখভ থেকে পিছু হঠছে ইউক্রেনীয় বাহিনী

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দুবছর পেরিয়ে গেলেও থামছে না রাশিয়া-ইউক্রেন (Russia-Ukraine) সংঘর্ষ। বরং আক্রমণের ধার…

1 hour ago

Jadavpur | ক্যান্সার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধর! প্রতিবাদে থানা ঘেরাও প্রার্থী সৃজনের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ যাদবপুর কেন্দ্রের পাটুলিতে ক্যানসার আক্রান্ত সিপিএম কর্মীকে মারধরের অভিযোগ উঠল তৃণমূলের…

1 hour ago

এই রোদে মুখে ট্যান? টমেটোতেই মিলবে সমাধান…

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: এই তীব্র রোদের তাপে মানুষ শুধু যে ঘামছে, তা নয়। ত্বকে…

1 hour ago

Swati Maliwal | স্বাতী মালিওয়ালকে হেনস্তার অভিযোগে গ্রেপ্তার কেজরিওয়ালের প্রাক্তন সচিব

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: দিল্লি মহিলা কমিশনের প্রাক্তন চেয়ারপার্সন স্বাতী মালিওয়ালকে (Swati Maliwal) হেনস্তার অভিযোগে…

2 hours ago

This website uses cookies.