বালুরঘাট: মানব ভ্রুণ মুখে করে নিয়ে ঘুরছে কুকুর! বালুরঘাট শহরের আত্রেয়ী নদী বাঁধ সংলগ্ন এলাকায় এমনই দৃশ্য দেখে আঁতকে উঠলেন স্থানীয় বাসিন্দারা। আত্রেয়ী নদীর সরোজ সেতু সংলগ্ন এলাকার বাসিন্দাদের বিষয়টি নজরে আসে। তাঁরা জানান, নদী বাঁধ সংলগ্ন এলাকায় কুকুর মুখে করে একটি মানব ভ্রুণ নিয়ে আসে। এরপরই বিষয়টি তাঁরা বালুরঘাট থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে এসে ভ্রুণটি উদ্ধার করে নিয়ে যায়।
আত্রেয়ী নদী বাঁধ সংলগ্ন এলাকায় রয়েছে বালুরঘাট পুরসভার মাতৃসদন নার্সিংহোম। স্থানীয় বাসিন্দাদের অনুমান, ওই নার্সিংহোমের থেকেই এই ভ্রুণ এসেছে। নার্সিংহোমের আবর্জনার সঙ্গে ওই ভ্রুণ ডাস্টবিনে ফেলা হয়। সেখান থেকেই কুকুর মুখে করে নিয়ে আসতে পারে।