Wednesday, July 3, 2024
HomeTop NewsHurricane Beryl | বেরিলের প্রভাব বার্বাডোজে, রোহিতদের ফেরাতে ব্যক্তিগত বিমান পাঠাবেন জয়...

Hurricane Beryl | বেরিলের প্রভাব বার্বাডোজে, রোহিতদের ফেরাতে ব্যক্তিগত বিমান পাঠাবেন জয় শা         

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্রমশ ধেয়ে আসছে হারিকেন ‘বেরিল’। ঘণ্টায় ১৭৯ কিলোমিটার বেগে বার্বাডোজে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। বিশ্বকাপ জয়ের পর কেটে গিয়েছে ৩৬ ঘণ্টার বেশি। এখনও বার্বাডোজেই আটকে রয়েছে ভারতীয় দল। আরও ২৪ ঘণ্টা সেখানেই থাকতে হতে পারে বিশ্বজয়ীদের। হারিকেন ‘বেরিল’-এর জন্য বন্ধ রাখা হয়েছে বার্বাডোজ বিমানবন্দর। সোমবার বিকালের আগে বিমান চলাচল শুরুর সম্ভাবনা কম বলে আগেই জানিয়েছিল স্থানীয় প্রশাসন। সেক্ষেত্রে ব্যক্তিগত বিমানে বার্বাডোজ থেকে ভারতীয় দলকে ফিরিয়ে নিয়ে আসার পরিকল্পনা করছে বিসিসিআই।

শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। গোটা দেশবাসী বিরাট কোহলি, রোহিত শর্মাদের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনও রওনাই দিতে পারেনি ভারতীয় দল। হারিকেন ‘বেরিল’-এর কারণে বার্বাডোজেই আটকে রয়েছেন তাঁরা। জানা গিয়েছে, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল রবিবার। সেকারণে নির্ধারিত ছিল সোমবার ভারতের উদ্দেশ্যে বার্বাডোজ থেকে রওনা হবে ভারতীয় দল। বার্বাডোজ থেকে ভারতীয় দলের বিমানে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে দুবাইয়ে। দুবাই থেকে তাঁদের মুম্বইয়ে আশার কথা ছিল। কিন্তু এখন পরিস্থিতির কারণে পরিবর্তিত হচ্ছে বিমানের সময়সূচী। পরিকল্পনা করা হচ্ছে গোটা দলকে ব্যক্তিগত বিমানে দেশে ফিরিয়ে আনার। সবটাই নির্ভর করছে আবহাওয়ার ওপরে। তবে কবে রোহিতেরা রওনা হবেন, তা এখনও জানা যায়নি। ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই মনে করা হচ্ছে।

বিসিসি আই সচিব জয় শা জানিয়েছেন, “বার্বাডোজ থেকে ভারতীয় দলের নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে দুবাই হয়ে ভারতে ফেরার কথা। পরিস্থিতির উন্নতি হলে ব্যক্তিগত বিমানে বিশ্বজয়ী ক্রিকেটারদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।” তবে আরও ২৪ ঘণ্টা বিশ্বচ্যাম্পিয়নদের সেখানেই থাকতে হতে পারে রোহিত-কোহলিদের।

অতি শক্তিশালী হারিকেন বেরিলের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ চলছে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ রাষ্ট্রগুলিতে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা এক রকম বন্দি হয়ে রয়েছেন হোটেলে। বাইরে যাওয়ার উপায় নেই। অনুমতিও নেই। স্থানীয় সময় সোমবার ভোরের দিকে বার্বাডোজে ১৭৯ কিলোমিটার গতিতে আছড়ে পড়ার কথা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বেরিল’এর। শক্তি বাড়িয়ে সেই ঝড় ‘ক্যাটিগরি ৪’-এ পরিণত হয়েছে। বুধবার বিকাল পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা। তার পর কিছুটা কমবে বৃষ্টির দাপট। রবিবার থেকেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে বার্বাডোজে।

এই পরিস্থিতিতে নিরাপত্তার জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে বার্বাডোজ-সহ ওয়েস্ট ইন্ডিজের একাধিক দ্বীপ রাষ্ট্রে। পরিষেবা শুরু হতে পারে তা জানানো হয়নি। সকলকে বাড়ির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রোহিত, বিরাটেরাও হোটেলের বাইরে পা রাখছেন না। ভারতীয় দলকে দেশে ফেরাতে তাড়াহুড়ো করছে না ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

torsa-river

Coochbehar | ভারী বৃষ্টিতে তোর্ষায় বাড়ছে জলস্তর, আতঙ্কে বাসিন্দারা

0
গৌরহরি দাস, কোচবিহার: পাহাড়ের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কোচবিহারে (Coochbehar) ভারী বৃষ্টিপাত (Heavy Rain) হওয়ায় জলস্তর ক্রমশ বাড়ছে কোচবিহারের নদীগুলিতে। এর মধ্যে বেশ কয়েকটি...

Calcutta High Court | রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর দ্বন্দ্বের মাঝে সংবাদমাধ্যম! কেন এমন নির্দেশ দিল...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (CM Mamata Banerjee) সঙ্গে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের (CV Ananda Bose) দ্বন্দ্ব নতুন কিছু নয়। তবে...

Naxalbari | নদীর চর দখলে বাধা, অরূপের পিএসও পরিচয় দিয়ে কর্মাধ্যক্ষকে হুমকি

0
নকশালবাড়ি: নদীর চর দখলে বাধা দেওয়ায় মন্ত্রী অরূপ বিশ্বাসের পার্সোনাল সিকিউরিটি অফিসার (পিএসও) পরিচয় দিয়ে তৃণমূল নেতাকে হুমকি দেওয়ার অভিযোগ উঠল। মঙ্গলবার এই হুমকিকে...
Tortoise-Death-in-Rajmata-Dighi

Coochbehar | ঐতিহ্যবাহী রাজমাতাদিঘিতে কচ্ছপের মৃত্যু ঘিরে শোরগোল

0
গৌরহরি দাস, কোচবিহার: বাণেশ্বর নয়! একটি বড় কচ্ছপ মরে ভেসে উঠল কোচবিহার (Coochbehar) শহরের ঐতিহ্যবাহী রাজমাতাদিঘিতে (Rajmata Dighi)। বর্ষায় দিঘির জলে কচ্ছপের মরে (Tortoise...

PM in Rajya Sabha | ‘আমাদের সরকার আরও দু’দশক ক্ষমতায় থাকবে’, রাজ্যসভায় মন্তব্য মোদির

0
নয়াদিল্লি: ‘আমাদের সরকার আরও দু’দশক ক্ষমতায় থাকবে’, বুধবার রাজ্যসভায় এমনই মন্তব্য করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। লোকসভা নির্বাচনের পর রাজ্যসভায় এদিনই প্রথম বক্তব্য রাখেন মোদি।...

Most Popular