Top News

Hurricane Beryl | বেরিলের প্রভাব বার্বাডোজে, রোহিতদের ফেরাতে ব্যক্তিগত বিমান পাঠাবেন জয় শা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ক্রমশ ধেয়ে আসছে হারিকেন ‘বেরিল’। ঘণ্টায় ১৭৯ কিলোমিটার বেগে বার্বাডোজে আছড়ে পড়তে পারে অতি শক্তিশালী ঘূর্ণিঝড়। বিশ্বকাপ জয়ের পর কেটে গিয়েছে ৩৬ ঘণ্টার বেশি। এখনও বার্বাডোজেই আটকে রয়েছে ভারতীয় দল। আরও ২৪ ঘণ্টা সেখানেই থাকতে হতে পারে বিশ্বজয়ীদের। হারিকেন ‘বেরিল’-এর জন্য বন্ধ রাখা হয়েছে বার্বাডোজ বিমানবন্দর। সোমবার বিকালের আগে বিমান চলাচল শুরুর সম্ভাবনা কম বলে আগেই জানিয়েছিল স্থানীয় প্রশাসন। সেক্ষেত্রে ব্যক্তিগত বিমানে বার্বাডোজ থেকে ভারতীয় দলকে ফিরিয়ে নিয়ে আসার পরিকল্পনা করছে বিসিসিআই।

শনিবার দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দীর্ঘ ১৭ বছর পর ফের টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে ভারত। গোটা দেশবাসী বিরাট কোহলি, রোহিত শর্মাদের দেশে ফেরার অপেক্ষায় রয়েছেন। কিন্তু ওয়েস্ট ইন্ডিজ থেকে এখনও রওনাই দিতে পারেনি ভারতীয় দল। হারিকেন ‘বেরিল’-এর কারণে বার্বাডোজেই আটকে রয়েছেন তাঁরা। জানা গিয়েছে, বিশ্বকাপ ক্রিকেটের ফাইনালের জন্য রিজার্ভ ডে রাখা হয়েছিল রবিবার। সেকারণে নির্ধারিত ছিল সোমবার ভারতের উদ্দেশ্যে বার্বাডোজ থেকে রওনা হবে ভারতীয় দল। বার্বাডোজ থেকে ভারতীয় দলের বিমানে নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে দুবাইয়ে। দুবাই থেকে তাঁদের মুম্বইয়ে আশার কথা ছিল। কিন্তু এখন পরিস্থিতির কারণে পরিবর্তিত হচ্ছে বিমানের সময়সূচী। পরিকল্পনা করা হচ্ছে গোটা দলকে ব্যক্তিগত বিমানে দেশে ফিরিয়ে আনার। সবটাই নির্ভর করছে আবহাওয়ার ওপরে। তবে কবে রোহিতেরা রওনা হবেন, তা এখনও জানা যায়নি। ভারতীয় দলে ক্রিকেটার, কোচিং স্টাফ, পরিবারের সদস্য এবং কর্তা মিলিয়ে প্রায় ৭০ জন রয়েছেন। সবাই একসঙ্গে ফিরবেন বলেই মনে করা হচ্ছে।

বিসিসি আই সচিব জয় শা জানিয়েছেন, “বার্বাডোজ থেকে ভারতীয় দলের নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। সেখান থেকে দুবাই হয়ে ভারতে ফেরার কথা। পরিস্থিতির উন্নতি হলে ব্যক্তিগত বিমানে বিশ্বজয়ী ক্রিকেটারদের দেশে ফেরানোর ব্যবস্থা করা হবে। পুরো পরিস্থিতির ওপর নজর রাখা হচ্ছে।” তবে আরও ২৪ ঘণ্টা বিশ্বচ্যাম্পিয়নদের সেখানেই থাকতে হতে পারে রোহিত-কোহলিদের।

অতি শক্তিশালী হারিকেন বেরিলের প্রভাবে প্রাকৃতিক দুর্যোগ চলছে ওয়েস্ট ইন্ডিজের দ্বীপ রাষ্ট্রগুলিতে। রোহিত শর্মা, বিরাট কোহলিরা এক রকম বন্দি হয়ে রয়েছেন হোটেলে। বাইরে যাওয়ার উপায় নেই। অনুমতিও নেই। স্থানীয় সময় সোমবার ভোরের দিকে বার্বাডোজে ১৭৯ কিলোমিটার গতিতে আছড়ে পড়ার কথা অতি শক্তিশালী ঘূর্ণিঝড় ‘বেরিল’এর। শক্তি বাড়িয়ে সেই ঝড় ‘ক্যাটিগরি ৪’-এ পরিণত হয়েছে। বুধবার বিকাল পর্যন্ত প্রবল বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহবিদেরা। তার পর কিছুটা কমবে বৃষ্টির দাপট। রবিবার থেকেই বৃষ্টির সঙ্গে ঝোড়ো হাওয়া বইছে বার্বাডোজে।

এই পরিস্থিতিতে নিরাপত্তার জন্য বিমান চলাচল বন্ধ রাখা হয়েছে বার্বাডোজ-সহ ওয়েস্ট ইন্ডিজের একাধিক দ্বীপ রাষ্ট্রে। পরিষেবা শুরু হতে পারে তা জানানো হয়নি। সকলকে বাড়ির মধ্যে থাকার পরামর্শ দেওয়া হয়েছে। রোহিত, বিরাটেরাও হোটেলের বাইরে পা রাখছেন না। ভারতীয় দলকে দেশে ফেরাতে তাড়াহুড়ো করছে না ভারতীয় ক্রিকেট বোর্ডও (বিসিসিআই)।

Sandip Sarkar

Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Recent Posts

PM Modi’s Speech | ‘বোনটা চিৎকার করছিল। কিন্তু কেউ তাঁকে সাহায্যে এগিয়ে আসেননি’, মোদির কন্ঠে চোপড়ার ঘটনা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সন্দেশখালি থেকে চোপড়া, বাংলায় নারী নির্যাতন নিয়ে সংসদে সরব হলেন প্রধানমন্ত্রী…

5 mins ago

NH 10 Closed | ধসের জেরে ফের বন্ধ ১০ নম্বর জাতীয় সড়ক

শিলিগুড়ি: বিপর্যয়ের মুখে শিলিগুড়ি থেকে কালিম্পং এবং সিকিম যাওয়ার ১০ নম্বর জাতীয় সড়ক। বুধবার ফের…

13 mins ago

Rain | লাগাতার বৃষ্টিতে কালভার্টের ওপর দিয়ে বইছে জল, সমস্যায় স্কুল পড়ুয়ারা

বক্সিরহাট: একটানা বৃষ্টির(Rain) ফলে রসিকবিল- তুফানগঞ্জ রাজ্য সড়কের মাঝে থাকা কালভার্টের ওপর দিয়ে বইছে জল।…

20 mins ago

Siliguri | স্কুলবাসের ধাক্কা, নিয়ন্ত্রণ হারিয়ে ফুটপাথে মহিলাকে পিষে দিল অটো!

শিলিগুড়ি: বেপরোয়া স্কুলবাসের সঙ্গে অটোর সংঘর্ষ। প্রাণ গেল এক পথচারীর। বুধবার ঘটনাটি (Road Accident) ঘটেছে…

27 mins ago

Air India flight lands in Barbados | রোহিতদের দেশে ফেরাতে বার্বাডোজ পৌঁছোল এয়ার ইন্ডিয়ার বিমান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঘূর্ণিঝড় বেরিলের প্রভাবে বার্বাডোজের জনজীবন বিপর্যস্ত। বন্ধ বিমানবন্দরও। যার ফলে টি২০…

39 mins ago

Coochbehar | ভারী বৃষ্টিতে তোর্ষায় বাড়ছে জলস্তর, আতঙ্কে বাসিন্দারা

গৌরহরি দাস, কোচবিহার: পাহাড়ের পাশাপাশি গত ২৪ ঘণ্টায় কোচবিহারে (Coochbehar) ভারী বৃষ্টিপাত (Heavy Rain) হওয়ায়…

50 mins ago

This website uses cookies.