উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ঝগড়া চলাকালীনই স্ত্রীকে বাড়ির চার তলা থেকে ধাক্কা মেরে ফেলে দিল স্বামী। পরে নিজেই তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। কিন্তু চিকিৎসকেরা মহিলাকে মৃত বলে ঘোষণা করেন। ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের গাজ়িয়াবাদের গোবিন্দপুরম এলাকায়। ওই যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। ধৃতের নাম বিকাশ কুমার। তিনি ঠিকাদারের কাজ করতেন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত শুক্রবার রাতে মত্ত অবস্থায় বাড়ি ফেরেন বিকাশ। তারপরই স্ত্রীর সঙ্গে শুরু হয় তুমুল অশান্তি। ঝগড়া করতে করতে স্ত্রীকে চার তলার বারান্দা থেকে ধাক্কা মেরে নীচে ফেলে দেন অভিযুক্ত। কী নিয়ে তাঁদের মধ্যে অশান্তি হয়েছিল, কেন স্ত্রীকে তিনি খুন করলেন, সে বিষয়ে ধৃতকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ। শনিবার আদালতে হাজির করানো হয় বিকাশকে। তাকে জেল হেপাজতে পাঠানো হয়েছে।