Hyderabad | নাশকতার পরিকল্পনা! আইএস জঙ্গি সন্দেহে হায়দরাবাদে গ্রেপ্তার ২, সতর্কতা জারি প্রশাসনের

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আইএস জঙ্গি সন্দেহে হায়দরাবাদ থেকে দুই জনকে গ্রেপ্তার করেছে তেলেঙ্গানা পুলিশের গোয়েন্দা বিভাগ। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে প্রচুর পরিমানে বিস্ফোরক পদার্থ। গোয়েন্দাদের অনুমান হায়দরাবাদে বড়সড়ো নাশকতা ঘটানোর পরিকল্পনা ছিল ধৃতদের। এই পরিকল্পনার কথা জেরার মুখে তাঁরা স্বীকার করে নিয়েছেন বলে দাবি তদন্তকারীদের। এই ঘটনার পর শহর জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন।

জানা গিয়েছে, ধৃতেরা হলেন ২৯ বছরের সিরাজ-উর-রহমান এবং ২৮ বছরের সইদ সমীর। গোপনসূত্রে পাওয়া খবরের ভিত্তিতে যৌথ অভিযানে নামে অন্ধ্রপ্রদেশ এবং তেলেঙ্গানা পুলিশের গোয়েন্দা বিভাগের (কাউন্টার-ইন্টেলিজেন্স সেল)। প্রথমে অভিযান চালানো হয় অন্ধ্রপ্রদেশের ভিজিয়ানগরমে। সেখান থেকে গ্রেপ্তার করা হয় সিরাজ-উর-রহমানকে। তাঁকে জিজ্ঞাসাবাদ করেই দ্বিতীয় অভিযুক্তের সন্ধান মেলে। সমীরকে গ্রেপ্তার করা হয় হায়দরাবাদ শহর থেকেই। ধৃতদের হেপাজত থেকে উদ্ধার হয়েছে অ্যামোনিয়া, সালফার, অ্যালুমিনিয়াম গুঁড়ো সহ আরও কিছু বিস্ফোরক পদার্থ। জেরার মুখে তাঁরা স্বীকার করেছেন যে, হায়দরাবাদ শহরেই বিস্ফোরণ ঘটানোর পরিকল্পনা ছিল তাঁদের।

তদন্তকারীদের অনুমান, সৌদি আরবের আইএস মডিউলের সঙ্গে তাঁদের যোগাযোগ রয়েছে। কী ভাবে এবং শহরের কোথায় বিস্ফোরণের পরিকল্পনা ছিল, তা খতিয়ে দেখা হচ্ছে। এই ঘটনার পর শহর জুড়ে সতর্কতা জারি করেছে প্রশাসন। সাধারণ মানুষকে রাস্তাঘাটে চলাফেরার সময়ে বাড়তি সতর্ক থাকতে বলা হয়েছে। প্রশাসনের সঙ্গে সহযোগিতার অনুরোধও করা হয়েছে জনসাধারণের কাছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

More like this
Related

Ahmedabad Plane Crash | ঝলসে যাওয়া ৪৭ টি দেহ শনাক্ত ডিএনএ পরীক্ষায়, অপেক্ষায় প্রহর গুনছে বাকিদের পরিবার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় আগুনে ঝলসে...

Russia-Ukraine | আবারও রাশিয়ান ভূখণ্ডে আছড়ে পড়ল ইউক্রেনীয় ড্রোন! মৃত ১, জখম ১৩

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রাশিয়ান ভূখণ্ডে আবারও ড্রোন হামলা...

Gangarampur | বালিশ চাপা দিয়ে নিজের মেয়েকে শ্বাসরোধ করে খুন! গঙ্গারামপুর থানায় আত্মসমর্পণ মায়ের    

গঙ্গারামপুর : বিশেষভাবে সক্ষম নিজের মেয়েকে বালিশ চাপা দিয়ে...

Uttarakhand | ছ’সপ্তাহে পাঁচ বার, চারধাম রুটে ঘন ঘন কপ্টার দুর্ঘটনায় বাড়ছে উদ্বেগ

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ছ’সপ্তাহে পাঁচ বার, পরিসংখ্যানটি...