উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: লক্ষ্মীর ভাণ্ডারে আবেদন নিয়ে কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদারকে কড়া জবাব কাঞ্চন-পত্নী শ্রীময়ী চট্টরাজের (Sreemoyee Chattoraj Mullick) । বললেন, ‘আমি কাউকে উত্তর দিতে বাধ্য নই।’
মঙ্গলবার সুকান্ত মজুমদার সামাজিক মাধ্যমে লেখেন, ‘গত ১৭ই অক্টোবর, ২০২৫ তারিখের একটি লক্ষ্মীর ভাণ্ডারের (Laxmi Bhandar) আবেদনপত্র এখন সামাজিক মাধ্যমে ঘুরে বেড়াচ্ছে। এটিতে নাম-সহ যে তথ্য এবং ছবি দেওয়া হয়েছে তার ভিত্তিতে সম্ভবত এই আবেদন করেছেন একজন অভিনেতা-তৃণমূল বিধায়কের স্ত্রী! সম্প্রতি সন্তান জন্মের জন্য হাসপাতালের বিপুল খরচের বিল পশ্চিমবঙ্গ বিধানসভায় জমা দেওয়া নিয়ে যাঁকে ঘিরে বিস্তর সমালোচনা হয়েছিল, দেখা যাচ্ছে সেই তৃণমূল বিধায়কের নামও জ্বলজ্বল করছে এই আবেদনপত্রে। একজন রাজ্যবাসী হিসেবে আমি অবিলম্বে এই আবেদনপত্রটির প্রকৃত সত্যতা জানার আগ্রহ প্রকাশ করছি।’
সুকান্তের এই পোস্ট ঘিরে সমালোচনা শুরু হতেই পালটা জবাব দেন শ্রীময়ী। তিনি বলেন, আমি লক্ষ্মীভাণ্ডার নিয়ে কোনও মিডিয়াকে উত্তর দেব না। তাই দয়া করে আমাদেরকে ফোন করে বিরক্ত করবেন না। আমি অন্য কোনও দলের লোকেদের কথা শুনতে বাধ্য নই। আর কাউকে উত্তর দিতেও বাধ্য নই। যারা বলছেন ভুলভাল কথা তাঁদের অনেক সময় আছে। তাঁরাই উত্তর দিক। আমার সময় নেই এই নিয়ে কথা বলার, দয়া করে বিরক্ত করবেন না।’

