Saturday, June 3, 2023
HomeBreaking News‘কিছুই দেননি, বললেই পদত্যাগ করব, বই লিখলে বেস্ট সেলার হব’, মমতাকে কী...

‘কিছুই দেননি, বললেই পদত্যাগ করব, বই লিখলে বেস্ট সেলার হব’, মমতাকে কী বার্তা দিলেন মদন?   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ এসএসকেএম ইস্যুতে অনড় মদন মিত্র। পদত্যাগ করতে বললে পদত্যাগ পদত্যাগ করব। শনিবার এমনই হুংকার দিয়েছেন কামারহাটির বিধায়ক মদন মিত্র। এদিন সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে মদন মিত্র ফের অভিযোগ করে বলেন, এসএসকেএমে দালালরাজ চলছে। টাকার বিনিময়ে বেড দেওয়া হয়। গতকাল রাতে কেন রোগীকে ফেরানো হল মূমূর্ষ রোগীকে? যারা কাল রাতে এমারজেন্সিতে ছিলেন তাদের সাসপেন্ড করা উচিৎ।

মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম না করে মদন মিত্র বলেন, “কি দিয়েছেন? পদত্যাগ করতে বললে পদত্যাগ করে দেব। কিন্তু সেই কেন্দ্রে এক মাসের মধ্যে নির্বাচন করতে হবে। আমি সোনালী গুহ, মুকুল রায়, শুভেন্দু অধিকারী নই, আমি মদন মিত্র। দয়া করে আমার পরিবারের ওপর প্রতিহিংসা পরায়ন হবেন না। আমি রাজনীতি ছেড়ে দিতেও পারি। প্রয়োজনে ছাত্র পড়িয়ে রোজগার করব। তিনি আরও বলেন, ‘আমি যদি বই লিখি তাহলে বইমেলায় বেস্ট সেলার হবে সেই বই’। ১০ লক্ষ বই বিক্রি হবে। কেউ পাত্তা পাবে না।’ এই ধরণের মন্তব্য করে মদন মিত্র মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে কি বার্তা দিতে চাইলেন মদন? এই প্রশ্নই এখন ঘুরপাক খাচ্ছে বাংলার রাজনৈতিক মহলে।

প্রসঙ্গত, গতকাল রাতে এক রোগীকে এসএসকেএমে ভর্তি করাতে পারেননি এক রোগীকে। স্বাস্থ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, অরূপ বিশ্বাসকে বলেও ভর্তি করাতে ব্যর্থ হন মদন মিত্র। এরপরই ক্ষোভে ফেটে পড়েন একসময়ের এই দাপুটে রাজনৈতিক নেতা। এরপরই তিনি বলেছিলেন, রবাম জমানায় ১ মিনিটে রোগী ভর্তি করাতেন। আর এখন এই গর্বের হাসপাতালে দালালরাজ চলছে। এসএসকেএমকে বয়কট করার ডাক দেন তিনি। যদিও মদন মিত্রের মন্তব্যের পাল্টা দিয়ে এসএসকেএম কর্তৃপক্ষ জানিয়েছে কোনও বেয়াদপি বরদাস্ত করবে না হাসপাতাল। মুখ্যমন্ত্রীও তা চাননা।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments