Thursday, February 13, 2025
HomeখেলাধুলাCristiano Ronaldo | '৯০০ গোলের লক্ষ্যপূরণ করেছি', হাজার গোলের আশা ছাড়ছেন রোনাল্ডো!

Cristiano Ronaldo | ‘৯০০ গোলের লক্ষ্যপূরণ করেছি’, হাজার গোলের আশা ছাড়ছেন রোনাল্ডো!

রিয়াধ: চলতি বছরের ৫ সেপ্টেম্বর। উয়েফা নেশনস লিগের ম্যাচে ক্রোয়েশিয়ার বিরুদ্ধে গোল করে ‘৯০০ গোল’-এর মাইলফলক স্পর্শ করেছিলেন পর্তুগিজ মহাতারকা ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। নয়া রেকর্ড গড়েই হুংকার দিয়েছিলেন, ‘এবার হাজার গোলের মাইলফলক স্পর্শ করতে চাই।’ তারপর থেকেই শুরু হয়ে গিয়েছে রোনাল্ডোর হাজার গোলের জন্য ফুটবলপ্রেমীদের কাউন্ট ডাউন। ইতিমধ্যে তাঁর গোলসংখ্যা ৯০৮-এ পৌঁছে গিয়েছে। তবে হঠাৎই সুর বদল পর্তুগিজ মহাতারকার।

সম্প্রতি পর্তুগাল ফুটবল ফেডারেশনের পক্ষ থেকে ‘কুইনাস দে প্ল্যাটিন’ পুরস্কার দেওয়া হয়েছে রোনাল্ডোকে। সেখানে পুরস্কার পাওয়ার পর তিনি বলেছেন, ‘আমি এই মুহূর্তগুলিকে নিয়ে বেঁচে আছি। দীর্ঘমেয়াদি কিছু নিয়ে ভাবছি না।’ তিনি আরও যোগ করেছেন, ‘আমি সবার সামনে বলেছিলাম ১০০০ গোলের মাইলফলক স্পর্শ করতে চাই। তবে এখন এটা নিয়ে আর কিছু ভাবছি না। কিছুদিন আগেই ৯০০ গোলের লক্ষ্যপূরণ করেছি। দেখা যাক আগামী কয়েক বছরে আমার পা কতটা সক্ষম থাকে। ১০০০ গোল স্পর্শ হলে ভালো, না হলেও আমি ফুটবল ইতিহাসে সর্বাধিক গোলদাতা থেকে যাব।’

আগামী বছরে ৪০-এ পা দেবেন পর্তুগিজ মহাতারকা। ইতিমধ্যে দেশের হয়ে ২১৬ ম্যাচে ১৩৩ গোল করেছেন তিনি। এই নিয়ে রোনাল্ডো বলেছেন, ‘আমি মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলে সুযোগ পেয়েছিলাম। ২৫ বছর বয়সে দেশের হয়ে ৫০তম গোলটি করেছিলাম। আমার কাছে ট্রফি জেতার থেকে দেশের হয়ে খেলাটাই বেশি প্রাধান্য পায়। তবে খারাপ লাগে, কিছু কিছু খেলোয়াড় দেশের হয়ে খেলতে চায় না।’

RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img
[td_block_21 custom_title="LATEST POSTS"]

Most Popular