উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বিষ্ণোই গ্যাংয়ের নিশানায় রয়েছেন সলমন খান (Salman Khan)। তবুও কাজ বন্ধ রাখেননি। কড়া নিরাপত্তার মধ্যেই কাজ চালিয়ে যাচ্ছেন তিনি। এই অবস্থায় সলমনকে নিয়ে আতঙ্কে রয়েছেন তাঁর বাবা-মাও। ‘বিগ বস ১৮’-এর মঞ্চে দাঁড়িয়ে এমনটাই জানালেন ভাইজান। সেই ভিডিও বর্তমানে ভাইরাল সোশ্যাল মিডিয়ায় (Social media)।
‘বিগ বস ১৮’-এর (Big Boss 18) সপ্তাহান্তের এপিসোডে হাজির হয়ে অংশগ্রহণকারীদের নানা রকমের পরামর্শ দেন সলমন। সম্প্রতি অবিনাশ মিশ্র নামে এক প্রতিযোগীর বিরুদ্ধে অভিযোগ ওঠে যে, মহিলারা তাঁর জন্য নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই মন্তব্যের পরিপ্রেক্ষিতেই অবিনাশকে কড়া পাঠ দেন তিনি। ভাইজান বলেন, ‘অবিনাশের সামনে নাকি মহিলারা নিরাপদ বোধ করছেন না। একবার ভাবুন তো, এই অভিযোগ শুনে অবিনাশের বাবা-মায়ের কেমন লাগছে। আমি এটা খুব ভালোভাবে বুঝতে পারছি। আমার বিরুদ্ধেও কত অভিযোগ আনা হয়েছে। আমিই জানি আমার বাবা-মাও কী কঠিন অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছেন।’ শুধু তাই নয়, এক প্রতিযোগীকে কাঁদতে দেখেও ভাইজান বলেন, ‘এখানে অনুভূতি বা ইচ্ছের কোনও জায়গা নেই। যেমন আজ আমার এখানে আসতেই ইচ্ছে করছিল না। কিন্তু কাজ তো করতেই হবে।’
উল্লেখ্য, কৃষ্ণসার হরিণ হত্যার অভিযোগ রয়েছে সলমনের বিরুদ্ধে। এই ঘটনার প্রতিশোধ নিতেই অনড় বিষ্ণোই গ্যাং (Lawrence Bishnoi gang)। ভাইজানের প্রাণনাশ করাই যে একমাত্র লক্ষ্য সেটা তারা প্রতি পদক্ষেপেই বুঝিয়ে দিচ্ছে। এমনকি সলমন ঘনিষ্ঠরাও নিরাপদ নন। সম্প্রতি প্রাক্তন কংগ্রেস নেতা বাবা সিদ্দিকির খুনের পর সলমনের ঝুঁকি আরও বেড়েছে। এদিকে ‘বিগ বস ১৮’-এর শুটিংয়ে যাতে সলমনের কোনও অসুবিধে না হয় সেদিকে নজর রাখছেন নির্মাতারা। জানা গিয়েছে, ৬০ জন নিরাপত্তারক্ষী নিয়ে শুটিং করছেন সলমন। পাশাপাশি এই শোয়ের সেট মুম্বইয়ের যে এলাকায় রয়েছে, সেটিকেও কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে।