Wednesday, May 31, 2023
Homeরাজ্যউত্তরবঙ্গ‘আই লভ ডিএ’, দার্জিলিং ঘুরতে গিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ দম্পতির

‘আই লভ ডিএ’, দার্জিলিং ঘুরতে গিয়ে অভিনব কায়দায় প্রতিবাদ দম্পতির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বর্তমানে রাজ্যের বিভিন্ন জায়গায় গেলেই চোখে পড়ে ইংরেজিতে লেখা কিছু শব্দ। ‘আই লভ’ তার পাশে সেই জায়গার নাম। আর সেটিই ধীরে ধীরে সেই পর্যটন স্থলের মূল আকর্ষন হয়ে উঠেছে। এবার সেটাকে ব্যবহার করেই ডিএ-র দাবিতে অভিনব প্রতিবাদ জানাল সরকারি কর্মচারী এক দম্পতি।

সম্প্রতি দার্জিলিংয়ে ঘুরতে গিয়েছিলেন, মনোজিৎ বর্ধন ও দেবস্মিতা সাহা বর্ধন। তাঁরা ‘আই লভ দার্জিলিং’ লেখার অর্ধেক অংশের সঙ্গে ছবি তুলেছেন। যা দেখে মনে হচ্ছে ‘আই লভ ডিএ’। সেই ছবি পোস্ট করে ফেসবুকে ক্যাপশন দিয়েছেন, ‘দুই রাজ্য সরকারি কর্মচারীর আর কী-ই বা চাহিদা থাকতে পারে?’

বকেয়া ডিএ-র দাবি তুলে প্রতিবাদ চলছে বহুদিন ধরেই। রাজপথ থেকে শুরু করে দিল্লির যন্তর মন্তর হয়ে ইডেন গার্ডেন্সে আইপিএল-এর গ্যালারিতে পর্যন্ত পৌঁছে গিয়েছিলেন এ রাজ্যের সরকারি কর্মীরা। এবার অভিনব কায়দায় সেই প্রতিবাদে শামিল হলেন এই দম্পতি। মনোজিৎ ও দেবস্মিতা দুজনেই জীবনবিজ্ঞানের শিক্ষক। দুজনে আলাদা আলাদা স্কুলের শিক্ষক-শিক্ষিকা। তাঁরা সপরিবারের দার্জিলিং ঘুরতে গিয়েছিলেন। এবার সেখানেও গিয়েও ডিএ-র কথা ভোলেননি। ‘আই লভ দার্জিলিং’ লেখাকে কায়দা করে ডিএ-র আন্দোলনে অংশ করে দিয়েছেন।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments