উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ সারা সপ্তাহ কাজের পর ছুটির দিনে একটূ গা এলিয়ে বসে রয়েছেন বাড়িতে, কিন্তু! এমনটা করলে ক্ষমতার শীর্ষে কীভাবে পৌঁছাব? এমন প্রশ্নের নেপথ্যে রয়েছে ‘এল অ্যান্ড টি’ সংস্থার চেয়ারম্যান এসএন সুব্রহ্মণ্যমের একটি সাম্প্রতিক মন্তব্য।
‘‘ক্ষমতার শীর্ষে থাকতে হলে ৯০ ঘণ্টা কাজ করতে হবে। তাই সকলে মিলে লেগে পড়ুন কাজে।’’ সম্প্রতি সমাজমাধ্যমে পোস্ট হওয়া এক ভিডিওতে এমনটাই বলতে শোনা গিয়েছে তাঁকে(ভিডিওটির সত্যতা যাচাই করেনি উত্তরবঙ্গ সংবাদ)। জীবনে উন্নতি করার ইচ্ছা থাকলে কাজ করতে হবে রবিবারেও। মানে ছুটির দিন বলে কিছু থাকা উচিত নয় এমনটাই মত তাঁর। প্রসঙ্গত, কিছুকাল আগে সপ্তাহে ৭০ ঘন্টা কাজের নিদান দিয়ে বেশ সমালোচিত হয়েছিলেন ইনফোসিসের প্রতিষ্ঠাতা নারায়ণ মূর্তি। কিন্তু এবার তাঁর থেকে ২ কদম এগিয়ে সপ্তাহে ৯০ ঘন্টার কাজের প্রস্তাব দিলেন সুব্রহ্মণ্যম।
এই প্রসঙ্গে আমেরিকা এবং চিনের উদাহরণও টেনে এনেছেন তিনি। তিনি জানান, আমেরিকায় সপ্তাহে ৫০ ঘন্টা কাজ করার নিদান থাকলেও চিনে রয়েছে ৯০ ঘন্টা কাজ করার নিয়ম। তাই ক্ষমতার শীর্ষে থাকতে সবাইকে বাড়িতে বসে না থেকে ছুটির দিনেও অফিসে এসে কাজ করার কথা জানান তিনি। তিনি বলেন, ‘‘সব কিছু যদি আমার নিয়ন্ত্রণে থাকত তা হলে আমি রবিবারও আমার কর্মীদের কাজ করতে বলতাম। কিন্তু আমি তা পারি না। আমি নিজে রবিবার কাজ করি। বাড়িতে এত ক্ষণ থেকে কী করবে মানুষ? কতক্ষণ একজন স্বামী তাঁর স্ত্রীর মুখ দেখবেন? একজন স্ত্রীই বা কতক্ষণ বাড়ি বসে তাঁর স্বামীর মুখ দেখতে পারবেন? তার চেয়ে ভাল হয় সকলে অফিসে গিয়ে কাজ করুন। তাতে জীবনে উন্নতি হবে।’’ তাঁর এহেন মন্তব্যকে ঘিরে ইতিমধ্যেই সমালোচনার ঝড় উঠেছে। কর্মজীবনের সঙ্গে ব্যক্তিগত জীবনের ভারসাম্য রক্ষার পরিপন্থী এই মন্তব্য, এমনটাই মত বহু মানুষের।