বুধবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৫

Justin Trudeau | ‘আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না’ রাজনীতি থেকে অবসরের ইঙ্গিত ট্রুডোর!

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ প্রায় একদশক আগে একজন তরুণ এবং নিরলস রাজনীতিবিদ হিসাবে উত্তরন ঘটিয়েছিলেন কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো(Justin Trudeau)। তবে কানাডার(Canada) পরবর্তী নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন না তিনি, অবসর নিতে পারেন রাজনীতি থেকেও!সম্প্রতি এমনটাই ঘোষণা করেছেন তিনি।

সূত্রের খবর অনুযায়ী, এদিন ট্রুডো বলেন,“আমি আসন্ন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করব না, আমার এই সিদ্ধান্ত একান্তই ব্যাক্তিগত।” তবে রাজনীতি থেকে অবসর নেওয়ার পর তিনি কী করবেন সেই বিষয়ে এখনও কোনও কিছু ভাবেননি বলেও জানিয়েছেন তিনি। একটি সাংবাদিক সম্মেলনের দরুন তিনি বলেন,“এরপর আমি কী করব সেই বিষয়ে কিছু ভেবে দেখার সময় এখনও পাইনি। কানাডার নাগরিকেরা এই গুরুত্বপূর্ণ সময়ে আমাকে যে দায়িত্ব পালনের জন্য নির্বাচিত করেছিলেন সেই দায়িত্ব পালন করার দিকে মনোযোগ দেওয়ার চেষ্টাই আমি সবসময় করে এসেছি।”

তাঁর দল অর্থাৎ কানাডার লিবারাল পার্টি পরবর্তী নেতৃত্ব বাছাই করার পর প্রধানমন্ত্রী পদ থেকেও ইস্তফা দিতে পারেন বলে জানিয়েছেন তিনি। এদিন মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়োজিত কানাডার রাষ্ট্রদূত এবং ফেডারেল মন্ত্রিসভার কয়েকজন মন্ত্রীর সঙ্গেও দেখা করেছেন ট্রুডো। শুল্ক নিয়ে ট্রাম্পের হুঁশিয়ারির প্রতিক্রিয়া কীভাবে জানানো যায়, সেই নিয়েই এদিন তাঁদের মধ্যে আলোচনা হয়েছে বলে জানা গিয়েছে।

প্রসঙ্গত, সম্প্রতি ট্রুডো এবং তাঁর অধীনে থাকা লিবারেল পার্টি ভীষণভাবে জনপ্রিয়তা হারিয়েছে কানাডায়। যুক্তরাষ্ট্র ও ভারতের সঙ্গেও সম্পর্কে এসেছে তিক্ততা।এতসব চাপের মুখেই ট্রুডোর এই সিদ্ধান্ত বলে মনে করছে বিশেষজ্ঞ মহল।

Share post:

Popular

More like this
Related

Rajasthan | প্রশিক্ষণ চলাকালীন ঘাড়ে পড়ল ২৭০ কেজির রড! মর্মান্তিক পরিণতি সোনাজয়ী পাওয়ারলিফটারের  

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: প্রশিক্ষণ চলাকালীন ঘাড়ে পড়ল ২৭০...

Delhi CM | প্রথমবারের বিধায়ক রেখা গুপ্তাই দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী, ঘোষণা বিজেপির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আগামী ৫ বছর দিল্লির রাজপাট...

Delhi High Court | ‘বাড়তি টিকিট বিক্রি কেন?’, নয়াদিল্লি স্টেশনে পদপিষ্টের ঘটনায় রেলকে ভর্ৎসনা হাইকোর্টের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: নয়াদিল্লি স্টেশনে পদপিষ্ট (New Delhi...

Karnataka CM Siddaramaiah | জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি সিদ্দারামাইয়ার! ক্লিনচিট দিল কর্ণাটকের লোকায়ুক্ত

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জমি দুর্নীতি মামলায় বড় স্বস্তি...