শুক্রবার, ১৮ এপ্রিল, ২০২৫

ICC Champions Trophy | দুবাই বিতর্কে রোহিতদের পাশে ম্যাকগ্রাথও, তিনটি পৃথক দল নামাতে পারে ভারত : স্টার্ক

শেষ আপডেট:

নয়াদিল্লি: একই দিনে অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে আলাদা তিনটি দল নামানোর ক্ষমতা রাখে ভারত। এমনই দাবি মিচেল স্টার্কের! ভারতীয় ক্রিকেটে গভীরতার কথা উল্লেখ করে স্টার্কের যুক্তি, একমাত্র ভারতই পারে টি২০, ওডিআই এবং টেস্ট, তিন ফর্ম্যাটে একইসঙ্গে তিনটি দল খেলাতে।

শক্তিশালী রিজার্ভ বেঞ্চ, একঝাঁক ক্রিকেটারের উত্থানে আইপিএলের হাত দেখছেন স্টার্ক। অজি স্পিডস্টারের মতে, আইপিএল সমৃদ্ধ করেছে ভারতীয় ক্রিকেটকে। একইসঙ্গে একাধিক দল নামানোর মতো অস্ত্র, রসদ মজুত ওদের হাতে।

এক ইউটিউব চ্যানেলে স্টার্ক দাবি করেছেন, ‘ভারত বোধহয় একমাত্র দল যারা একই দিনে টেস্ট টিম, ওডিআই টিম, টি২০ দল মাঠে নামাতে পারে। ক্ষমতা রাখে টেস্টে অস্ট্রেলিয়া, ওডিআইয়ে ইংল্যান্ড, টি২০-তে দক্ষিণ আফ্রিকাকে পৃথক তিন ফর্ম্যাটে একইসঙ্গে চ্যালেঞ্জ জানাতে। আর কোনও দল এটা অর্জন করতে পারেনি।’

চ্যাম্পিয়ন্স ট্রফিতে ভারতের সাফল্য নিয়ে যাঁরা আঙুল তুলছেন, তাঁদের যুক্তিকেও খণ্ডন করলেন স্টার্ক। সতীর্থ তথা অজি অধিনায়ক প্যাট কামিন্সের উলটো পথে হেঁটে পালটা যুক্তি, ‘ভারত সুবিধা পেয়েছে কিনা, আমি নিশ্চিত করে বলতে পারব না। আমরা অন্যান্য দেশের খেলোয়াড়রা বিশ্বের বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে খেলে থাকি। ৫-৬টা লিগে খেলার ফলে বিভিন্ন পরিবেশ, পরিস্থিতিতে মানিয়ে নেওয়ার বাড়তি সুবিধাও মেলে। সেখানে মনে রাখা উচিত ভারতীয়রা কিন্তু শুধু আইপিএলে খেলে।’

স্টার্কের কথায়, ভারতের সাফল্যে তিনি মোটেই অবাক নন। ব্যক্তিগত কারণে ব্যস্ত থাকার ফলে চ্যাম্পিয়ন্স ট্রফি দেখার সময়-সুযোগ পাননি। তবে ভারতের শক্তি নিয়ে বরাবরই নিশ্চিত ছিলেন। প্রশংসায় ভরিয়ে দিলেন বরুণ চক্রবর্তীকেও। অজি পেসারের মতে, গতবার কলকাতা নাইট রাইডার্সে খেলার সময় বরুণকে দেখেছেন। দুর্দান্ত প্রতিভা।

গ্লেন ম্যাকগ্রাথের কথাতেও স্টার্কের সুর। কিংবদন্তির কথায়, রোহিত শর্মাদের সাফল্যকে সম্মান জানানো উচিত। প্রতিটি ম্যাচ দুবাইয়ে খেলা নিয়ে বিতর্ক প্রসঙ্গে ম্যাকগ্রাথের যুক্তি, ভারত আগেই পরিষ্কার বলে দিয়েছিল পাকিস্তানে খেলবে না। এখন এনিয়ে সমালোচনা তাই অহেতুক। বরং দুবাইয়ের ওরকম পরিস্থিতিতে যেভাবে নিজেদের মেলে ধরেছে, তারজন্য কৃতিত্ব প্রাপ্য ভারতের। ভারতীয় ক্রিকেটাররা জানে, কীভাবে স্পিনিং ট্র্যাকে খেলতে হয়। বাড়তি সুবিধা পাওয়ার যুক্তি তাঁর বোধগম্য নয়। সব ম্যাচ ভারতে খেললে না হয় বলা যেত। বাস্তব হল ভারত দক্ষ এবং শক্তিশালী দল। জানে কীভাবে ওডিআই খেলতে হয়। তারই প্রতিফলন চ্যাম্পিয়ন্স ট্রফিতে পড়েছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Neeraj Chopra | মরসুমের শুরুতেই সোনা! কতদূর গেল নীরজের ছোড়া জ্যাভলিন?   

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দুবারের অলিম্পিক পদকজয়ী ভারতীয় অ্যাথলিট...

IPL | আইপিএলে গড়াপেটার আশঙ্কা! দশ দলকে নির্দেশিকা বোর্ডের

নয়াদিল্লি: ব্যাট-বলের আকর্ষণীয় দ্বৈরথের মাঝে গড়াপেটার আশঙ্কা চলতি আইপিএলে।...

Diego Maradona | প্রতারণার অভিযোগ মারাদোনার মেয়ের!

বুয়েনস আয়ার্স: ‘চিকিৎসকদের গাফিলতির’ কারণেই মৃত্যু ঘটেছে দিয়োগো আর্মান্দো...

Lionel Messi | বিশ্বকাপে খেলবেন মেসি, ধারণা সুয়ারেজের

ওয়াশিংটন: আগামী বিশ্বকাপে কি খেলবেন লিওনেল মেসি? এটা নিয়ে...