কলকাতা: এক বছর পর তিনি ক্রিকেটে ফিরেছেন। বাংলার জার্সিতে একটি রনজি ট্রফি ম্যাচের পাশে সৈয়দ মুস্তাক আলি ট্রফিতে মোট নয়টি ম্যাচ খেলেছেন। চলতি বিজয় হাজারে ট্রফিতেও মহম্মদ সামি জোড়া ম্যাচ খেলে ফেলেছেন। আগামী বৃহস্পতিবার হরিয়ানার বিরুদ্ধে বাংলার জার্সিতে বিজয় হাজারের প্রি-কোয়ার্টার ফাইনাল ম্যাচেও খেলবেন সামি।
বেঙ্গালুরুর জাতীয় ক্রিকেট অ্যাকাডেমি সূত্রে খবর, সামির হাঁটু ও গোড়ালিতে আর কোনও সমস্যা নেই। তিনি সম্পূর্ণ ফিট। আর ফিট সামিকে নিয়ে সর্বভারতীয় ক্রিকেটমহলে তৈরি হয়েছে নয়া জল্পনা। সামির আন্তর্জাতিক প্রত্যাবর্তন নিয়ে চলছে জোরদার চর্চা। জানা গিয়েছে, বড় অঘটন না হলে চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আন্তর্জাতিক প্রত্যাবর্তন ঘটাতে চলেছেন সামি। ১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হতে চলেছে চ্যাম্পিয়ন্স ট্রফি। তার আগে স্যর ডন ব্র্যাডম্যানের দেশ থেকে ফিরে ঘরের মাঠে ই্ংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি২০ ও তিন ম্যাচের ওডিআই সিরিজ রয়েছে। সামি কি ইংল্যান্ডের বিরুদ্ধে ঘরের মাঠে সিরিজে ফিরতে পারেন? রাতের দিকে মুম্বই থেকে ভারতীয় ক্রিকেট কন্ট্রোল বোর্ডের একটি বিশেষ সূত্রের দাবি, ‘ইংল্যান্ড সিরিজে সামির প্রত্যাবর্তনের সম্ভাবনা কম। তবে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সামি ভারতীয় দলে থাকছেই।’ ইনস্টাগ্রামে সামি আজ তাঁর বোলিংয়ের ভিডিও দিয়ে ইঙ্গিত দিয়েছেন, টিম ইন্ডিয়ায় ফিরতে তিনি মরিয়া। রাতের দিকের খবর, বৃহস্পতিবার সামির বোলিং দেখার জন্যই বরোদার মোতিবাগ স্টেডিয়ামে বিজয় হাজারের প্রি-কোয়ার্টারের মঞ্চে হাজির হতে চলেছেন সুব্রত বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজন জাতীয় নির্বাচক।
সোজা কথায়, সামির আন্তর্জাতিক প্রত্যাবর্তন এখন সময়ের অপেক্ষা। শুধু দেখার, ইংল্যান্ডের বিরুদ্ধে একদিনের সিরিজ নাকি চ্যাম্পিয়ন্স ট্রফির মঞ্চে আন্তর্জাতিক ক্রিকেটে ফেরেন সামি।