নয়াদিল্লি: চ্যাম্পিয়ন্স ট্রফির আঁচ এবার ভারতীয় রাজনীতিতে। পাকিস্তানে ভারতীয় ক্রিকেট দল পাঠানোর পক্ষে জোরালো সওয়াল করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিঁধলেন তেজস্বী যাদব। প্রাক্তন ক্রিকেটার তথা আরজেডির শীর্ষ নেতা তেজস্বীর (রনজি ট্রফি, আইপিএলে খেলেছেন) কটাক্ষ, প্রধানমন্ত্রী যদি পাকিস্তানে (২০১৫) গিয়ে নওয়াজ শরিফের জন্মদিনের বিরিয়ানি খেয়ে আসতে পারেন, তাহলে বিরাট কোহলি, রোহিত শর্মাদের খেলতে যেতে সমস্যা কোথায়?
চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চাপানউতোরে তেজস্বীর প্রতিক্রিয়া, ‘ক্রীড়া নিয়ে কখনোই রাজনীতি করা উচিত নয়। পাকিস্তানের যেমন উচিত ভারতে খেলতে আসা, তেমনই পাকিস্তানে যাওয়া উচিত আমাদের ক্রিকেটারদেরও। এই নিয়ে বিতর্ক অনুচিত। এমন নয় যে খেলাকে কেন্দ্র করে যুদ্ধ চলছে। তাহলে পাকিস্তানে গিয়ে খেলতে অসুবিধা কোথায় ভারতের? যদি প্রধানমন্ত্রী পাকিস্তানে গিয়ে বিরিয়ানি খেয়ে আসতে পারেন এবং যা ভালো পদক্ষেপ বলে বিবেচিত হয়, তাহলে তো ভারতীয় ক্রিকেট দলেরও পাকিস্তানে যাওয়া উচিত। কেন তা নেতিবাচক দৃষ্টিভঙ্গিতে দেখা হবে। এটা মোটেই সঠিক ভাবনা নয়।’
তৃণমূলের ক্রিকেটার-সাংসদ কীর্তি আজাদের বক্তব্য যদিও সম্পূর্ণ আলাদা। তাঁর মতে, ক্রিকেট, কূটনীতি আর জঙ্গি হানা একসঙ্গে চলতে পারে না। ভারত পাকিস্তানে গিয়ে খেলবে আর পাকিস্তান ভারতে জঙ্গী পাঠাবে, এটা মানা যায় না। পাকিস্তানের সঙ্গে খেলা উচিত নয়। শেষবার ২০০৮-এ পাকিস্তানে এশিয়া কাপ খেলতে গিয়েছিল ভারত।