মঙ্গলবার, ২৯ এপ্রিল, ২০২৫

ICC Ranking | টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় বিরাট পতন, প্রথম ২০ জনের মধ্যেও নেই কোহলি-রোহিত  

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে খারাপ পারফরম্যান্সের খেসারত দিতে হল ভারতের দুই তারকা ব্যাটারকে। টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ২০ জনের মধ্যেও জায়গা হয়নি বিরাট-রোহিতের। তবে ব্যতিক্রম ঋষভ পন্থ এবং শুভমন গিল। তারা উঠে এসেছেন অনেকটাই উপরে।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট সিরিজে হোয়াইটওয়াশ হয়েছে ভারত। গোটা সিরিজে হতাশাজনক পারফরম্যান্স ছিল ভারতের ব্যাটারদের। এরই মূল্য দিতে হল বিরাট কোহলি, রোহিত শর্মাদের। আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় প্রথম ২০ জনের মধ্যেও জায়গা হয়নি ভারতের দুই সিনিয়র ব্যাটারের। আট ধাপ নেমে কোহলি এখন ২২ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬৫৫। কিউয়িদের বিরুদ্ধে রান না পাওয়ার দু’ধাপ নেমে অধিনায়ক রোহিত রয়েছেন ২৬ নম্বরে। তাঁর রেটিং পয়েন্ট ৬২৯।

নিউজিল্যান্ডের বিরুদ্ধে সিরিজে ভারতের সফলতম ব্যাটার ছিলেন পন্থ। তিনটি টেস্টে ৪৩.৫০ গড়ে করেছেন ২৬১ রান। তিনটি অর্ধশতরান আসে তাঁর ব্যাট থেকে। বেঙ্গালুরুতে ১ রানের জন্য শতরান হাতছাড়া হয়েছিল তাঁর। আইসিসির টেস্ট ব্যাটারদের ক্রমতালিকায় পাঁচ ধাপ এগিয়ে তিনি রয়েছেন ছয় নম্বরে। পন্থের রেটিং পয়েন্ট ৭৫০। ক্রমতালিকায় এগিয়েছেন শুভমনও। চার ধাপ এগিয়ে তিনি রয়েছেন ১৬তম স্থানে। শুভমনের রেটিং পয়েন্ট ৬৮০।

ব্যাটারদের তালিকায় শীর্ষে রয়েছেন ইংল্যান্ডের জো রুট। তাঁর রেটিং পয়েন্ট ৯০৩। দ্বিতীয় স্থানে নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন। তাঁর রেটিং পয়েন্ট ৮০৪। এক ধাপ এগিয়ে তৃতীয় স্থানে উঠে এসেছেন ইংল্যান্ডের হ্যারি ব্রুক। তাঁর রেটিং পয়েন্ট ৭৭৮। তরুণ ওপেনার যশস্বী জয়সওয়াল এক ধাপ পিছিয়ে চার নম্বরে রয়েছেন। তাঁর রেটিং পয়েন্ট ৭৭৭।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

IPL | ৩৫ বলে শতরান, ১৪ বছরের বৈভবের চওড়া ব্যাটে জিতল রাজস্থান

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ বয়স কেবল ১৪। আর এই...

Padma Award | ‘পদ্মশ্রী’ সম্মানে ভূষিত অশ্বিন, আর কে পেলেন ‘পদ্ম পুরস্কার’?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ রবিচন্দ্রন অশ্বিনকে 'পদ্মশ্রী' সম্মানে ভূষিত...

JNUSU | জেএনইউতে ফিকে হচ্ছে বাম-অতিবাম দাপট! আধিপত্য থাকলেও ঘাড়ে নিঃশ্বাস ফেলছে এবিভিপি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ দিল্লির জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়(JNU)-এর ছাত্র...

Naxalbari | নাবালিকাকে চা বাগানে টেনে নিয়ে গিয়ে গণধর্ষণ! নকশালবাড়িতে উত্তেজনা

নকশালবাড়ি: নারকীয় ঘটনা নকশালবাড়িতে (Naxalbari)। রবিবার রাতে স্থানীয় এক...