Friday, April 19, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গউত্তরবঙ্গজুড়ে চলছে আইসিএফ কোচ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

উত্তরবঙ্গজুড়ে চলছে আইসিএফ কোচ, নিরাপত্তা নিয়ে প্রশ্ন

চাঁদকুমার বড়াল, কোচবিহার: তিস্তা-তোর্ষা, কাঞ্চনকন্যা ও উত্তরবঙ্গ এক্সপ্রেস। কলকাতা থেকে উত্তরবঙ্গে আসার তিনটি অন্যতম প্রধান ট্রেন। পর্যটকদের পাশাপাশি বহু সাধারণ মানুষও কোচবিহার, আলিপুরদুয়ারে আসার জন্য বা উত্তরের জেলাগুলি থেকে কলকাতায় যাওয়ার জন্য এই ট্রেনে চাপেন। আবার উত্তর-পূর্ব ভারত ও দক্ষিণ এবং পশ্চিম ভারতের মধ্যে সংযোগকারী বিভিন্ন ট্রেনও উত্তরবঙ্গের ওপর দিয়ে চলাচল করে। বহু পরিযায়ী শ্রমিক ওই ট্রেনে যাতায়াত করেন। কিন্তু দীর্ঘদিন ধরেই এই ট্রেনগুলিতে পুরনো প্রযুক্তির আইসিএফ কোচ ব্যবহার করা হচ্ছে। সেই কোচগুলির অবস্থাও লঝ্ঝড়ে।

ওডিশার বালাসোরের কাছে ট্রেন দুর্ঘটনায় যেখানে উন্নত জার্মান প্রযুক্তির এলএইচবি কোচেরই ভয়াবহ পরিস্থিতি হয়েছে, সেখানে আইসিএফ কোচ হলে কী হত সেটা ভাবতে গিয়ে শিউরে উঠছেন অনেকে। অন্যান্য জোনে যখন এলএইচবি রেকের ট্রেন চলাচলের সংখ্যা বাড়ছে, তখন ভারতীয় রেলে সবচেয়ে বড় জোন উত্তর-পূর্ব সীমান্ত রেলের এত গুরুত্বপূর্ণ ট্রেনগুলি কেন এখনও পুরোনো কোচ দিয়ে চলছে, তার উত্তর খুঁজছেন, যাত্রী থেকে শুরু করে সর্বস্তরের মানুষ।

উত্তরবঙ্গ, কাঞ্চনকন্যা বা তিস্তা-তোর্ষার মতো ট্রেনগুলিতে যাঁরা নিয়মিত যাতায়াত করেন, তাঁদের অনেকেরই বক্তব্য, ট্রেন যখন জোরে ছোটে তখন ঝাঁকুনিতে ভয় লেগে যায়। যাত্রীদের অভিযোগ, প্রতি বছর ভাড়া বাবদ কোটি কোটি টাকা আয় করছে রেল। অথচ পুরনো মান্ধাতা আমলের আইসিএফ কোচগুলি বদল করার ক্ষেত্রে কোনও উদ্যোগ নেওয়া হচ্ছে না।

য়াত্রীদের মধ্যে অমল সরকার, বিবেক রায়দের অভিযোগ, পুরোনো কোচ দিয়ে ট্রেনগুলো চালানো হচ্ছে। কোচের থেকে ইঁদুর, আরশোলা বেরিয়ে আসছে। লকগুলোও খারাপ। শৌচালয়ে অবস্থা ভালো নয়। কোচগুলোর যা অবস্থা তাতে যে কোনও সময় দুর্ঘটনা হতে পারে।

বছর দেড়েক আগেই ময়নাগুড়ির কাছে দোমোহনিতে বেলাইন হয়ে গিয়েছিল আপ বিকানের-গুয়াহাটি এক্সপ্রেস। ঘটনায় নয় জনের মৃত্যু হয়। ওই ঘটনায় ইঞ্জিনের ত্রুটিকে দায়ী করা হলেও বিশেষজ্ঞরা জানিয়েছিলেন, আইসিএফের বদলে যদি ওই ট্রেনে এলএইচবি কোচ থাকত, তাহলে নিহতের সংখ্যা হয়তো আরও কম হত।

এ বিষয়ে উত্তর-পূর্ব সীমান্ত রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে বলেন, কয়েকটি ট্রেনের রেক পরিবর্তন করা হয়েছে। বাকিগুলিও এলএইচবি রেকের হয়ে যাবে। এখন আইসিএফ কোচ তৈরি বন্ধ হয়ে গিয়েছে। কয়েকদিন আগেই গুয়াহাটি-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেসকে এলএইচবি রেকের করা হয়েছে। দূরপাল্লার ট্রেনগুলি আগে আইসিএফ থেকে এলএইচবি রেকে উন্নীত হচ্ছে। কম দূরত্বের ট্রেনগুলিও এলএইচবি রেক ব্যবহার হবে। তবে একটু সময় দিতে হবে।

বর্তমানে রাজধানী এক্সপ্রেস, শতাব্দী এক্সপ্রেসের মতো ট্রেনগুলিতে এলএইচবি কোচ রয়েছে। দার্জিলিং মেল, পদাতিক এক্সপ্রেস, নর্থইস্ট এক্সপ্রেস, কামরূপ এক্সপ্রেস সহ কিছু ট্রেনে এই উন্নত মানের এলএইচবি কোচ লাগানো হয়েছে। বালাসোরের ক্ষেত্রে এলএইচবি রেক ক্ষতিগ্রস্ত হলেও এই রেক অনেক বেশি নিরাপদ ও আরামদায়ক। রেল সূত্রে খবর, বালাসোরের ক্ষেত্রে আইসিএফ কোচ থাকলে হতাহতের সংখ্যা আরও বাড়ত। পাশাপাশি এই কোচ থাকলে ট্রেনের গতিও বাড়ে। কিন্তু উত্তরবঙ্গ বা উত্তর-পূর্ব সীমান্ত রেলের সিংহভাগ এক্সপ্রেস এবং প্যাসেঞ্জার ট্রেনগুলোর কোচগুলোর অবস্থা এতটাই খারাপ যে ট্রেনের গতি বাড়ছে না। মাঝেমধ্যে জোড়াতালি দিয়ে চলছে বলে অভিযোগ উঠেছে।

Sourav Roy
Sourav Royhttps://uttarbangasambad.com
Sourav Roy working as a Journalist since 2013. He already worked in many leading media houses in this few years. Sourav presently working in Uttarbanga Sambad as a Journalist & Sud Editor of Digital Desk from March 2019 in Siliguri, West Bengal.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

girl friends family demanded a ransom of 4 lakhs after kidnapping boyfriend

প্রেমিককে অপহরণ করে ৪ লাখ মুক্তিপণ দাবি প্রেমিকার পরিবারের! এরপরই যা ঘটল…

0
রায়গঞ্জ: প্রেমিককে নৃশংসভাবে পিটিয়ে খুন করার অভিযোগ উঠল প্রেমিকা ও তার পরিবারের বিরুদ্ধে। শুক্রবার রায়গঞ্জ থানায় প্রেমিকা সহ চারজনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করে...

Phansidewa | ‘চোপড়ায় সব থেকে বেশি ‘বদমাশ’ রয়েছে’, নাম না করে তৃণমূলকে আক্রমণ রাজু...

0
ফাঁসিদেওয়াঃ দার্জিলিং লোকসভা কেন্দ্র ৪০০ এর বেশি স্পর্শকাতর বুথ রয়েছে। চোপড়ায় সব থেকে বেশি ‘বদমাশ’ রয়েছে। ফাঁসিদেওয়াতেও এমন বেশ কয়েকজন আছে। শুক্রবার ঘোষপুকুরে নির্বাচনি...
'safety belt' was torn while climbing the electricity pole dead migrant worker

বিদ্যুতের খুঁটিতে উঠে কাজের সময় ছিঁড়ে গেল ‘সেফটি বেল্ট’, অন্ধ্রে মর্মান্তিক পরিণতি বাংলার শ্রমিকের

0
সামসী: কর্মরত অবস্থায় বিদ্যুতের খুঁটি থেকে পড়ে মৃত্যু হল এক পরিযায়ী শ্রমিকের। শুক্রবার ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের বিজয়নগরম এলাকায়। মৃত পরিযায়ী শ্রমিকের নাম আমরুল হক(২৬)।...

Migrant worker | আর পরিযায়ী হতে চান না বালাসোর ট্রেন দুর্ঘটনায় বেঁচে যাওয়া শ্রমিকরা,...

0
নাগরাকাটাঃ বালাসোরের সেই অভিশপ্ত ট্রেন দুর্ঘটনায় বন্ধু সাগর খারিয়াকে চিরতরে হারানোর ক্ষত নিয়েই ভোট দিলেন তাঁর ১২ সঙ্গী। প্রত্যেকেই নাগরাকাটা চা বাগানের ফুটবল লাইনের...
Two tribal organizations demand recognition of Sarna religion

সারনা ধর্মের স্বীকৃতির দাবি, লোকসভা ভোট বয়কটের ডাক দুই আদিবাসী সংগঠনের

0
গাজোল: শুক্রবার থেকে গোটা দেশে শুরু হয়ে গেল লোকসভা ভোট। ইতিমধ্যে লোকসভা ভোটকে কেন্দ্র করে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নির্বাচনি ইস্তাহার প্রকাশ করেছে। কিন্তু...

Most Popular