উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: সম্প্রতি ওডিশা (Odisha) ছেড়ে বাংলায় পা রেখেছিল ‘জিনাত।’ জিনাতকে ধরতে কার্যত কালঘাম ছুটেছিল বাংলার বনকর্মীদের। লক্ষ লক্ষ টাকা খরচ করে ধরা হয়েছিল ‘জিনাত’-কে। সোমবার গঙ্গাসাগর (Ganga Sagar Mela) মেলায় দাঁড়িয়ে ভিন রাজ্যের বাঘকে নিয়ে ক্ষোভ ঝরে পড়ল মুখ্যমন্ত্রীর গলায়। ওডিশা সরকারের উদ্দেশে তিনি বলেন, ‘তোমাদের বাঘ আমাদের এখানে কেন ঢুকে পড়বে?’
জিনাত যেভাবে রাজ্যের বন কর্মীদের সমস্যায় ফেলেছিল সেকথা মাথায় রেখে এদিন মুখ্যমন্ত্রী (CM Mamata Banerjee) কার্যত হুঙ্কারের সুরে বলেন, ‘যদি বাঘ পাঠাতেই হয় তাহলে চিরকালের জন্য পাঠাক। আমরা রেখে দেব। তোমাদের জায়গা না থাকলে আমাদের টাইগার রিসোর্ট সেন্টার আছে, আমাদের ফরেস্ট আছে, সেখানে রেখে দেব। তোমাদের রাখার জায়গা নেই। কী করলে? নিয়ে গিয়ে জলে ছেড়ে দিলে। সেই জল পেরোতে কতক্ষণ। আবার একটা চলে এসেছে। আমি ওড়িশা সরকারকে দোষারোপ না করে অনুরোধ করব যে তাদের ফরেস্ট ডিপার্টমেন্ট যেন ব্যাপারটা দেখে। সব সময় যেন আমাদের দোষারোপ না করে। এর জন্য পাঁচটা দিন অনেকে দুর্ভোগের মধ্যে দিয়ে কাটিয়েছে। আমাদের পুলিশ কনভয় করে বাঘকে ফেরত দিয়ে এসেছে। তোমরা কেন তোমাদের বন্যপ্রাণীদের যত্ন নিচ্ছ না, খেয়াল রাখছ না?’
তাঁর আরও সংযোজন, ‘বারবার আমার রাজ্যের মানুষ ভোগান্তি পোহাবে, তা হতে দেব না। বন্য জন্তুকে আমরা ভালবাসি। পাশাপাশি একটা মানুষের জীবনের দামও অনেক। আমি একতরফা কথা বলি না। কারণ, বন, অরণ্য, জঙ্গল পাহাড় সমুদ্র প্রকৃতি মাতার দান। আমরা সবাইকে ভালবাসি। সাথে সাথে মানুষের জীবনটাও রক্ষা করতে হবে।’
প্রসঙ্গত উল্লেখ্য, গত বছর ২০ ডিসেম্বর ঝাড়খণ্ডের চাকুলিয়া থেকে ঝাড়গ্রামের সীমানা পেরিয়ে বাংলায় চলে আসে বাঘিনি জ়িনাত। টানা ১০ দিন জিনাতের ভয়ে ঘরবন্দি দশা কাটাতে হয়েছে স্থানীয় বাসিন্দাদের। এরপর অনেক কষ্টে উদ্ধার করেন রাজ্যের বন কর্মীরা। ছিল ওডিশা বন বিভাগের একটি টিমও। এই সমস্যা মিটতে না মিটেই ফের রাজ্যে নাকি প্রবেশ করেছে ভিন রাজ্যের বাঘ। যা শুনে ফুঁসে উঠেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।