Friday, September 22, 2023
HomeBreaking Newsরাজ্যপালের কথা শুনলে বন্ধ হবে মাইনে! চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

রাজ্যপালের কথা শুনলে বন্ধ হবে মাইনে! চরম হুঁশিয়ারি মুখ্যমন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: রাজভবন আর সরকারের সংঘাত এবার চরমে উঠল। মঙ্গলবার শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে ধনধান্য অডিটোরিয়ামে উপস্থিত হন মুখ্যমন্ত্রী। অনুষ্ঠান মঞ্চ থেকে রাজ্যপাল সি ভি আনন্দ বোসকে বেনজির আক্রমণ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রাজ্যপালের কথা শুনলে বিশ্ববিদ্যালয়ের অধ্যাপকদের মাইনে বন্ধ হতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এদিন তৃণমূল সুপ্রিমো রাজ্যপালের উদ্দেশে কড়া ভাষায় বলেন, ‘রাজ্যের শিক্ষা প্রতিষ্ঠানে হস্তক্ষেপের নামে রাজ্যপাল আদতে শিক্ষা ব্যবস্থাকে কোলাপস করার চেষ্টা করছেন। যদি কোনও বিশ্ববিদ্যালয় রাজ্যপালের কথা শুনে চলে, তাহলে আমি অর্থনৈতিক বাধা তৈরি করব। এখানে টিট ফর ট্যাট। দেখি আপনি কিভাবে অধ্যাপকদের বেতন দেন।’ পাশাপাশি মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘দরকার হলে রাজ্যপাল বাংলার ইউনিভার্সিটিতে ছাত্র হিসেবে পড়াশোনা করুন। আগে উনি ছাত্র হন। পড়াশোনা করুন। তারপরে বাংলা নিয়ে কথা বলবেন।”
এখানেই থেমে থাকেননি মমতা। তিনি রাজ্যপালকে হুঁশিয়ারির দিয়ে বলেন, “সুস্থ বাঘের চেয়েও আহত বাঘ আরও ভয়ঙ্কর। আজকে আপনারা আঘাত করছেন, পাল্টা প্রত্যাঘাত সহ্য করতে পারবেন তো? ”প্রয়োজনে তিনি নিজে রাজভবনের সামনে ধর্নায় বসবেন বলেও কড়া বার্তা দেন বোসের উদ্দেশ্যে।

শিক্ষাক্ষেত্রে রাজ্যপালের হস্তক্ষেপ কোনভাবেই মেনে নিতে পারছেনা রাজ্য সরকার। বিশ্ববিদ্যালয়গুলিতে রাজ্যপাল নিজেই উপাচার্য, এই ঘোষনার পর আচমকাই ১৬ জন উপাচার্য নিয়োগ করা নিয়ে সোমবার সুর চড়িয়েছিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। হুমকি দিয়েছিলেন বোসের বিরুদ্ধে আদালতে যাওয়ার। এমনকি বাদল অধিবেশনের শেষ দিনে রাজ্যপালের এক্তিয়ার নিয়ে প্রস্তাব আনার চিন্তাভাবনা করছে রাজ্য। এমতাবস্থায় আজ মুখ্যমন্ত্রীর তীব্র আক্রমণ আরও একবার স্পষ্ট করল রাজ্যের সঙ্গে রাজ্যপালের সংঘাত সপ্তমে উঠেছে। তবে মুখ্যমন্ত্রীর একগুচ্ছ হুঁশিয়ারির পর রাজ্যপালের দাবাং মনোভাব একই রকম থাকে কিনা সেটাই দেখার।

RELATED ARTICLES

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

Recent Comments