উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: অভিনেত্রী ইলিয়ানা ডি’ক্রুজ (Ileana D’Cruz) ও মাইকেল ডোলানের (Michael Dolan) পরিবারে এল নতুন সদস্য। দ্বিতীয়বার মা হলেন বলিউড অভিনেত্রী। ১৯ জুন তাঁদের কোলজুড়ে আসে এক পুত্রসন্তান। শনিবার সদ্যোজাতর ছবি সোশ্যাল মিডিয়ায় (Social Media) শেয়ার করেছেন ইলিয়ানা। সেইসঙ্গে ছেলের নামও জানিয়েছেন অভিনেত্রী।
View this post on Instagram
ইনস্টাগ্রামে সন্তানের একটি ছবি শেয়ার করে ইলিয়ানা লেখেন, ‘কিয়েনু রেফ ডোলানের সঙ্গে পরিচয় করিয়ে দিচ্ছি।’ পোস্টে দেখা যায়, সদ্যোজাতর মাথায় টুপি পরে, শরীরে তোয়ালে জড়ানো অবস্থায় পাশ ফিরে শুয়ে রয়েছে। সেই ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে নেটদুনিয়ায়। পোস্টে শুভেচ্ছায় ভরিয়ে দিয়েছেন অনুরাগীরা। সেইসঙ্গে শুভেচ্ছা জানিয়েছেন বলিউড অভিনেতা-অভিনেত্রীরাও। প্রসঙ্গত, ২০২৩ সালে প্রথমবার মা হয়েছিলেন ইলিয়ানা। সে বারও পুত্রসন্তানের জন্ম দেন তিনি।