হরিশ্চন্দ্রপুর: খবরের জেরে হরিশ্চন্দ্রপুর বাজার পাড়া এলাকায় পাট্টার জমিতে অবৈধ নির্মাণ বন্ধ হল। শুক্রবার হরিশ্চন্দ্রপুর ভূমি সংস্কার দপ্তরের আধিকারিকরা ওই এলাকায় গিয়ে নির্মাণ বন্ধের নির্দেশ দেন। সমস্ত কাগজপত্র নিয়ে ওই নির্মাণকারীকে ভূমি সংস্কার দপ্তরে আসার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।
অভিযোগ, হরিশ্চন্দ্রপুর বাজার পাড়া এলাকায় মৃত পিন্টু দাসের পাট্টাতে পাওয়া জমি তাঁর ছেলের কাছ থেকে কিনে সেখানে অবৈধ নির্মাণ চালাচ্ছিল স্থানীয় বাসিন্দা শেখ বাবুল। ওই নির্মাণ কাজ চালাতে গিয়ে জমির সামনে থাকা নয়নজুলিও ভরাট করে দেওয়া হয়েছিল। এই নিয়ে এলাকাবাসীরা সরব হন। খবর প্রকাশিত হয় উত্তরবঙ্গ সংবাদে। এরপরই এদিন ওই এলাকায় আসেন দপ্তরের রেভিনিউ ইন্সপেক্টর অরুণ সিংহ। তিনি ওই নির্মাণকারীর কাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেন। পাশাপাশি ওই ব্যক্তিকে সমস্ত কাগজপত্র নিয়ে অফিসে হাজির হওয়ার নির্দেশ দেন। অরুণ সিংহ জানান, আমরা এলাকায় পরিদর্শনে এসেছি। দেখলাম উনি পাট্টার জমিতে বেআইনি নির্মাণ করছেন। একটি নয়নজুলিও ভরাট করে দেওয়া হচ্ছে। এই নির্মাণকাজ বন্ধ রাখার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। শেখ বাবুল জানান, আজ ভূমি সংস্কার দপ্তর আধিকারিকরা কাজ বন্ধ করতে বললেন। কাজ বন্ধ করেছি। ওই জমিটি যে আমি কিনেছি এবং আমার নামে রেকর্ড হয়েছে তার সমস্ত দলিল আমি নিয়ে অফিসে দেখা করব।
আরও পড়ুন : ভূমিকম্পে কেঁপে উঠল শিলিগুড়ি