শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

Malbazar | আদালতের গা ঘেঁষে বেআইনি নির্মাণ! পুর চেয়ারম্যানকে তলব ক্ষিপ্ত বিচারপতির, দিলেন কড়া নির্দেশ

শেষ আপডেট:

মালবাজার: আদালত সংলগ্ন বেআইনি নির্মাণ (Illegal construction) দেখে চূড়ান্ত ক্ষুব্ধ হলেন বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Bishwajeet Basu) । অবিলম্বে সেই ভবনের নির্মাণকাজ বন্ধ করার নির্দেশ দেন তিনি। বুধবার মালবাজারে আসেন কলকাতা হাইকোর্টের জলপাইগুড়ির সার্কিট বেঞ্চের বিচারপতি বিশ্বজিৎ বসু। দ্রুত মালবাজারে (Malbazar) মহকুমা আদালতের স্থায়ী ভবনের কাজ শুরু হতে চলেছে। ইতিমধ্যেই চিহ্নিত হয়েছে নির্দিষ্ট জমি। সেই কাজের অগ্রগতি খতিয়ে দেখতে পরিদর্শনে আসেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

বুধবার সকালে তিনি প্রথমে বনলক্ষ্মী টুরিস্ট লজে পূর্ত বিভাগের বাস্তুকার, মহকুমা পুলিশ আধিকারিক রোশন প্রদীপ দেশমুখ, মাল থানার আইসি সৌম্যজিৎ মল্লিক সহ অন্যান্যদের সঙ্গে বৈঠক করেন। পরবর্তীতে বিচারপতি বসু বার অ্যাসোসিয়েশনের অস্থায়ী ঘরটি পরিদর্শন করেন। কথা বলেন আইনজীবীদের সঙ্গে। সেই ঘরটি সম্পূর্ণ সাজিয়ে তৈরি করার নির্দেশ দেন তিনি। পাশাপাশি বার অ্যাসোসিয়েশনের নিজস্ব শৌচাগার, ও পানীয় জলের ব্যবস্থার দিকে নজর দিতে বলেন বিচারপতি।

এরপর তিনি চলে যান মহকুমা আদালতের বর্তমান ভবনে‌। সেখানে বিভিন্ন কক্ষ পরিদর্শন করেন। বাইরে বেরিয়ে এসে আদালতের সীমানা ঘেঁষা একটি নির্মীয়মান দ্বিতল ভবন দেখে বেজায় রেগে যান তিনি। থানার আইসি সৌম্যজিৎ মল্লিককে কড়া হুঁশিয়ারি দিয়ে এই নির্মাণ কাজ বন্ধ করার নির্দেশ দেন বিচারপতি। পরে জাস্টিস বসু ডেকে পাঠান পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়িকে। তৎক্ষণাৎ সেখানে পৌঁছান কাউন্সিলর পুলিন গোলদার এবং পুরসভার চেয়ারম্যান উৎপল ভাদুড়ি। আদালতের পুর চেয়ারম্যানকেও বেআইনি নির্মাণের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন বিচারপতি বিশ্বজিৎ বসু।

Sabyasachi Bhattacharya
Sabyasachi Bhattacharyahttps://uttarbangasambad.com/
Sabbyasachi Bhattacharjee Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 23 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

SIR | শাসক দলের নেতার বাড়ি থেকে বিলি করা হচ্ছে SIR-এর ফর্ম! সামাজিক মাধ্যমে ভাইরাল ভিডিও

হরিশ্চন্দ্রপুর: আগামী বছর রাজ্যে বিধানসভা নির্বাচন (Assembly Election 2026)।...

Bolla Kali | স্টেশনে থিকথিকে ভিড়, ঝুঁকি নিয়ে যাতায়াত! বোল্লাকালীপুজোর জন্য স্পেশাল ট্রেনের দাবি ভক্তদের

গাজোল: দক্ষিণ দিনাজপুরের ঐতিহ্যবাহী বোল্লাকালীপুজোর (Bolla Kali) সময় স্পেশাল...

Migrant Workers Death | সিলিন্ডার ফেটে মর্মান্তিক পরিণতি! চেন্নাইয়ে মৃত বাংলার ২ পরিযায়ী শ্রমিক

বোলপুর: ভিনরাজ্যে কাজে গিয়ে মর্মান্তিক পরিণতি! চা বানাতে গিয়ে...

Samsi | রাতের আঁধারে বেআইনি পারাপার! মাঝ নদীতে নৌকা উলটে মৃত্যু

মুরতুজ আলম,সামসী: মালদা জেলার চাঁচল-১ ব্লকে অবস্থিত জগন্নাথপুর-মুকুন্দপুর ঘাট।...