নাগরাকাটা: গোপন সূত্রে অভিযান চালিয়ে প্রায় ১২ লক্ষ টাকার অবৈধ মদ (Liquor) উদ্ধার করল আবগারি দপ্তরের (Excise department) নাগরাকাটা (Nagrakata) সার্কেল। ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।
জানা গেছে, বৃহস্পতিবার সকালে লুকসান চা বাগানের (Luksan Tea Garden) ৯ নম্বর লাইনের ভুটান সীমান্ত (Bhutan Border) দিয়ে এদেশে পাচারের আগেই ওৎ পেতে থাকা আবগারি আধিকারিক ও কর্মীরা মদ উদ্ধারে সফল হন। একটি পিক আপ ভ্যান ও বাইকে সীমান্ত এলাকায় মদগুলি লোড করা হচ্ছিল। খবর মিলতেই আবগারি দপ্তরের কর্মীরা সেখানে উপস্থিত হন। তাঁদের আসার কথা কানে যেতেই এলাকা ছেড়ে পালিয়ে যান পিক আপ ভ্যান ও বাইক চালকরা। তাদের ধরতে না পারলেও গাড়িগুলিকে মদ সমেত আটক করা হয়। সেখান থেকে উদ্ধার হয় ৪৪ কার্টন বিয়ার ও ৪৪ কার্টন হুইস্কি। যার আনুমানিক বাজার মূল্য ১২ লক্ষ টাকা। এদিনের অভিযানের নেতৃত্বে ছিলেন আবাগারি দপ্তরের নাগরাকাটা সার্কেলের ওসি লরেঞ্জো তানলোং লেপচা।