বীরপাড়া: কয়েক লক্ষ টাকার মদ সহ একটি ট্রাক বাজেয়াপ্ত করল বীরপাড়া থানার পুলিশ। গ্রেপ্তার করা হয়েছে ট্রাকচালককে। ধৃতের নাম ভোলানাথ সরকার। তিনি নৈহাটির বাসিন্দা।
আলিপুরদুয়ার জেলা পুলিশ সূত্রে খবর, ট্রাকটি অসম থেকে শিলিগুড়ির দিকে যাচ্ছিল। সোমবার রাতে বীরপাড়া চৌপথিতে ট্রাকটি আটক করে পুলিশ। ৩ হাজার ৬০০টি বিদেশি মদের বোতল উদ্ধার হয়েছে, যার আনুমানিক বাজারমূল্য প্রায় ৭ লক্ষ ২০ হাজার টাকা। জয়গাঁর এসডিপিও লবসাং ভুটিয়া জানান, কোনও কাগজ দেখাতে না পারায় মদ বাজেয়াপ্ত করা হয়েছে। চালককেও গ্রেপ্তার করা হয়। এদিন তাকে আলিপুরদুয়ার মহকুমা আদালতে পাঠানো হয়।
প্রসঙ্গত, মদ সহ বিভিন্ন নেশার সামগ্রী পাচার রুখতে কয়েক মাসে পরপর সাফল্য পেয়েছে বীরপাড়া থানা। বীরপাড়া থানার ওসি প্রেমকুমার থামি জানান, কড়া নজরদারি চালানো হচ্ছে।