Exclusive

Siliguri | যথেচ্ছ তৈরি রিসর্টে অসামাজিক কার্যকলাপ, রেস্তোরাঁ-ধাবা নিয়ে প্রশ্ন

রণজিৎ ঘোষ, শিলিগুড়ি: মাটিগাড়া ব্লকজুড়ে (Matigara Block) ছড়িয়ে থাকা বেআইনি রেস্টুরেন্ট ও ধাবাগুলি নিয়ে এবার সরব সাধারণ মানুষ। এগুলিতে দিনরাত অসামাজিক কাজকর্ম চলছে বলে অভিযোগ। কোথাও খাসজমিতে, কোথাও বন দপ্তরের জমিতে আবার কোথাও ইকো সেনসিটিভ জোনের মধ্যে সম্পূর্ণ বেআইনিভাবে (Illegal Restaurant) এগুলি তৈরি হয়েছে। সবকিছু জেনেও প্রশাসন নির্বিকার বলে অভিযোগ উঠছে। যদিও মাটিগাড়ার বিডিও বিশ্বজিৎ দাস বলেন, ‘এমন রিসর্ট ও ধাবার খবর জানা নেই। খোঁজ নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ করব।’ মাটিগাড়া পঞ্চায়েত সমিতির সভাপতি প্রতিমা রায় বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেন।

গুলমা থেকে আঠারোখাই, মাঝে চম্পাসারি, পাথরঘাটা গ্রাম পঞ্চায়েত। এই পুরো এলাকাজুড়ে গত তিন-চার বছরে প্রচুর ধাবা ও রেস্তোরাঁ তৈরি হয়েছে। কোনওটাতে মেলে শুধু খাবার, কোনওটায় আছে সুইমিং পুল, আবার কোনওটাতে রয়েছে রাত কাটানোর সুবিধাও। কিন্তু আশ্চর্যজনকভাবে প্রশাসনের কাছে এমন রেস্তোরাঁ, ধাবার কোনও তথ্যই নেই। শিলিগুড়ি (Siliguri) শহর থেকে শুরু করে মহকুমার নানা প্রান্তের তরুণ-তরুণী সহ মধ্যবয়সিরা নিয়মিত ভিড় করেন। অভিযোগ, শাসকদলের মদতেই এর রমরমা। জেনেবুঝেই প্রশাসনও এ ব্যাপারে মাথা ঘামায় না।

আঠারোখাই গ্রাম পঞ্চায়েতের পূর্ব রঙ্গিয়ায় সম্প্রতি এমনই এক রেস্তোরাঁ চালু হয়েছে। সেখানে রীতিমতো চারদিকে উঁচু পাঁচিল দিয়ে ভিতরে চারিদিকে ঘর ও রেস্তোরাঁ বানিয়ে মাঝে তৈরি হয়েছে বিরাট সুইমিং পুল। স্থানীয়দের অভিযোগ, প্রথমে বলা হয়েছিল, এলাকার শিশুদের সাঁতার শেখানোর জন্যই সুইমিং পুল তৈরি হচ্ছে। পরে সেখানে দিনরাত গাড়ির লম্বা লাইন দেখা যায়। পূর্ব রঙ্গিয়াবাসীর অভিযোগ, বহিরাগতরা এখানে এসে দিনভর নানা বেআইনি কাজকর্ম করে রাতে ফিরে যাচ্ছে। ভিতরে শুধু সাঁতারই নয়, মদ্যপানেরও ব্যবস্থা রয়েছে বলে অভিযোগ। শনিবার রাতে এই রেস্তোরাঁ থেকে বের হয়ে একটি গাড়ি পথচলতি স্থানীয় এক মহিলাকে ধাক্কা মেরে পালিয়ে যায়। গুরুতর জখম ওই মহিলা এখন উত্তরবঙ্গ মেডিকেলে চিকিৎসাধীন।

স্থানীয় বাসিন্দা তথা তৃণমূল যুব নেতা বাপি রায়ের অভিযোগ, ‘গ্রামের মধ্যে এভাবে রেস্তোরাঁ বানিয়ে অসামাজিক কাজকর্ম চলছে। এলাকার পরিবেশ নষ্ট হচ্ছে। গ্রামবাসীরা প্রতিবাদে রাস্তায় নেমেছেন। অবিলম্বে এসব বন্ধ করতে হবে।’

পাথরঘাটার ধুকুরিয়ায়ও বছর দেড়েক ধরে এমন একটি রিসর্ট চলছে। শুধু শিলিগুড়িই নয়, বহিরাগত তরুণ-তরুণীরা সেখানে গিয়ে সময় কাটাচ্ছেন। কিন্তু ভিতরে কে কী করছে তাতে প্রশাসনের নজর নেই। একইভাবে চম্পাসারির শালবাড়িতেও রমরমিয়ে চলছে এক ইকো রিসর্ট। অথচ এসবের কোনও বৈধতা নেই বলে প্রশাসনিক সূত্রের দাবি। চম্পাসারি গ্রাম পঞ্চায়েতেরই গুলমা, মিলন মোড় এলাকায় ছড়িয়ে আছে এমন আরও বহু রিসর্ট। ইদানীং বহু মানুষ গুলমা রেলস্টেশন, মহানন্দার চরে ঘুরতে যাচ্ছেন। আর এই ভিড়কে হাতিয়ার করেই বন দপ্তরের জমি দখল করে রেললাইনেরও দু’পাশে প্রচুর বেআইনি রিসর্ট গজিয়ে উঠেছে। সবকিছু দেখেও প্রশাসনিক নীরবতায় নানা প্রশ্ন উঠছে।

Kuhelika Barman

Kuhelika Barman is working as Sub Editor Since 2016. Presently she is attached with Uttarbanga Sambad Digital. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.

Recent Posts

Mid day meal | মিড ডে মিলে দুর্নীতি করতে চাপ, অভিযোগ করে আতঙ্কে ঘরছাড়া প্রধান শিক্ষক

হরিশ্চন্দ্রপুর : মিড ডে মিলে (Mid day meal) দুর্নীতি করার জন্য ক্রমাগত চাপ দেওয়া হচ্ছে।…

20 mins ago

Smriti Biswas | স্মৃতির অতলে চলে গেলেন শতায়ু অভিনেত্রী স্মৃতি বিশ্বাস

তপন বকসি, মুম্বই: প্রয়াত প্রবীণ অভিনেত্রী স্মৃতি বিশ্বাস (Smriti Biswas)। একসময় মুম্বইয়ে (Mumbai) রাজপাট চালানো…

31 mins ago

Hina Khan | কেটে ফেললেন নিজের সাধের চুল, ক্যানসার আক্রান্ত মহিলাদের কী বার্তা দিলেন হিনা?

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জীবনের গল্প সিনেমাকেও হার মানায়। যে কোনও সময় বিপর্যয় ঘটতে পারে।…

1 hour ago

Manik Bhattacharya | ‘২০২৬ সালেই মরে যাব’, আদালতে জামিনের আর্জি জানিয়ে চোখে জল মানিকের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: আদালতে জামিনের আর্জি জানিয়ে চোখে জল প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি…

1 hour ago

Bratya Basu | চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীরাও অবসরের সময় পাবেন ৫ লক্ষ টাকা, জানালেন ব্রাত্য

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: চুক্তিভিত্তিক শিক্ষাকর্মীদের ৫ লক্ষ টাকা করে অবসরকালীন ভাতা দেবে রাজ্য সরকার।…

1 hour ago

Gazole | জায়গা দখলকে কেন্দ্র করে উত্তেজনা গাজোলে, বোমা-পিস্তল নিয়ে চলল দুষ্কৃতী তাণ্ডব

গাজোল: জায়গা দখলকে (Land grab) কেন্দ্র করে বুধবার গভীর রাতে ধুন্ধুমারকাণ্ড বাধল গাজোলের (Gazole) শিক্ষক…

2 hours ago

This website uses cookies.