বীরপাড়া: প্রায় ২ লক্ষ টাকার সেগুন কাঠ সহ গ্রেপ্তার করা হল ২ জনকে। বুধবার বন দপ্তরের জলপাইগুড়ি ডিভিশনের দলগাঁও রেঞ্জের কর্মীরা সেগুন গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করেন। ধৃতদের বীরপাড়া থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
বন দপ্তর সূত্রে খবর, গোপন সূত্রে খবর পেয়ে গতকাল রাত থেকে জটেশ্বর দেওগাঁও রোডে অভিযান চালান দলগাঁও রেঞ্জের কর্মীরা। মুজনাই নদীর সেতুর কাছে এদিন ভোরে দুটি গাড়িকে আটকানো হয়। এরপর তল্লাশি চালাতেই কাঠ উদ্ধার হয়। জানা গিয়েছে, ৬৫ সিএফটি সেগুন গাছের গুঁড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। মালবাহী গাড়ি এবং যাত্রীবাহী ছোট গাড়িটিকেও বাজেয়াপ্ত করা হয়। ধৃত দু’জন যাত্রীবাহী ছোট গাড়িটিতে ছিল বলে জানান দলগাঁওয়ের রেঞ্জার অশেষ পাল। তবে কাঠ বোঝাই মালবাহী গাড়িটির চালক বনকর্মীদের দেখে গাড়ি ফেলেই চম্পট দেয়। জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, ধৃত দু’জন ফালাকাটায় পৌঁছে অন্য এলাকার কাঠ পাচারকারীদের হাতে কাঠ বোঝাই গাড়িটি সঁপে দিত। ধৃত দু’জনের কাছে উদ্ধার হওয়া নোটবই থেকে কাঠ পাচারের বিভিন্ন তথ্য মিলেছে। ঘটনার তদন্ত চলছে।