বালুরঘাট: বালুরঘাটের আত্রেয়ী, খাসপুর, চকহরিণার মতো নদী থেকে বালি পাচারের অভিযোগ বহু দিনের। কখনও নদীর চর থেকে ট্র্যাক্টর করে বালি পাচার করা হচ্ছে, কখনও বা নৌকায় করে নদীর মাঝখান থেকে তুলে নিয়ে আসা হচ্ছে বালি। বিভিন্ন সূত্রে এমন খবর মিলতেই মঙ্গলবার ভোরে বালুরঘাট ব্লকের জলঘর গ্রাম পঞ্চায়েতের চকহরিণা নদীর চরে অভিযান চালায় পুলিশ। ডিএসপি হেড কোয়ার্টার বিক্রম প্রসাদের নেতৃত্বে অভিযানে একটি বালি ভর্তি নৌকা সহ ৪ জনকে আটক করা হয়েছে। যদিও পুলিশের অভিযানের খবর পেয়ে বেশ কয়েকটি ট্যাক্টর ফেলে রেখেই পালিয়েছে চালকরা।
প্রশাসনের সূত্রে জানানো হয়েছে, এই সব এলাকায় নদী চর লিজ দেওয়া হয়নি। কিন্তু তারপরেও পুলিশ-প্রশাসনকে বুড়ো আঙুল দেখিয়ে বালি তোলা চলছিল। অবৈধ ভাবে বালি তুলে ট্র্যাক্টরে করে বিক্রি করা হয়। গ্রামের মধ্য দিয়ে জোর গতিতে ট্র্যাক্টর চলাচল করার জন্য মাঝে মধ্যেই দুর্ঘটনা ঘটে বলেও অভিযোগ উঠেছে। পুরো ঘটনা খতিয়ে দেখা হচ্ছে বলে ডিএসপি হেড কোয়ার্টার। বিক্রম প্রসাদ জানিয়েছেন।