কিশনগঞ্জঃ জলস্তর কমার সঙ্গে সঙ্গে বিহারের বেশ কয়েকটি এলাকায় ভাঙন শুরু হয়েছে পরমান নদীর। ইতিমধ্যেই পরমান নদীর ভাঙনের কবলে পড়েছে বিহারের পূর্ণিয়ার অমৌর এলাকার আশিয়ানী গ্রাম। নদী গর্ভে বিলীন হয়ে গিয়েছে নদী লাগোয়া বেশ কয়েকটি বাড়ি। বহু মানুষ ভাঙনের আশঙ্কায় অন্যত্র আশ্রয় নিয়েছেন। যারা নিরাপদ আশ্রয় খুঁজে পাননি, তাদের দিন কাটছে আশঙ্কার মধ্য দিয়েই।
স্থনীয় সূত্রে জানা গিয়েছে, দীর্ঘ বেশ কয়েক বছর ধরেই ভাঙন অব্যাহত বিহারের পরমান নদীর। বর্ষার পর নদীতে জলস্তর নামলেই শুরু হয় ভাঙন। নদীভাঙনে সবচেয়ে বেশ ক্ষতিগ্রস্ত বিহারের পূর্ণিয়ার অমৌর এলাকার আশিয়ানী গ্রাম। ইতিমধ্যেই ভাঙনে নদী গ্রাস করেছে গ্রামের প্রায় ২০টি বাড়ি। সব হারিয়ে অসহায় হয়ে দিন কাটাচ্ছেন গ্রামেরই বাসিন্দা মহম্মদ আয়ুব, মতিন, তবরেজ, মান্নান, মুজাহিদ, ওয়াসিম, জসিম, কাসিম, রিজওয়ান, নোমান সহ আরও বেশ কিছুই বাসিন্দা। বহু মানুষ ভাঙনের আশঙ্কায় ঘর বাড়ি ছেড়ে অন্যত্র চলে গিয়েছে। দুর্গতদের ত্রাণের ব্যবস্থা করেছে স্থানীয় প্রশাসন। ভাঙন প্রতিরোধে শীঘ্রই পাইলট প্রজেক্টের কাজ শুরু হবে বলে জানিয়েছেন মিমের স্থানীয় বিধায়ক আখতারুল ইমান।