মাদারিহাট: জলদাপাড়া জাতীয় উদ্যানের নীলপাড়া রেঞ্জের তিতি জঙ্গলে গত বছর ১৫ সেপ্টেম্বর প্যাঙ্গোলিনের চামড়া ও আঁশ সহ গ্রেপ্তার হয়েছিল দুই দুষ্কৃতী। বৃহস্পতিবার আলিপুরদুয়ার আদালতে তাদের সাজা ঘোষণা করলেন বিচারক। জলদাপাড়া জাতীয় উদ্যানের বনাধিকারিক দীপক এম জানান, ওই দুই পাচারকারীর পাঁচ বছরের কারাদণ্ড ঘোষণা করেছেন বিচারক। মাত্র চার মাস দশ দিনে এই সাজা ঘোষণা হওয়ায় খুশি বনকর্মীরা। বনাধিকারিক জানান, দুই পাচারকারীর নাম যথাক্রমে রশিদুল হক, বাড়ি কোচবিহারের নয়ারহাটের ধুমুকা গ্রামে। অপরজনের নাম আনিসুর রহমান, বাড়ি জয়গাঁর গুয়াবাড়ি এলাকায়।
স্বর্ণ জয়ন্তীর টাকা তছরুপের অভিযোগে গ্রেপ্তার মহিলা
রায়গঞ্জ: স্বর্ণ জয়ন্তীর টাকা তছরুপের অভিযোগে এক মহিলাকে গ্রেপ্তার করল কালিয়াগঞ্জ থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃত মহিলার নাম...
Read more