ডিজিটাল ডেস্ক : বঙ্গ বিজেপির অন্যতম দুই বিজেপি নেতা হলেন দিলীপ ঘোষ (Dilip Ghosh) এবং শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। এহেন দুই নেতার সম্পর্কে বিভিন্ন গুঞ্জন শোনা যায়। তারই মধ্যে আজকে হঠাৎই দিলীপ ঘোষ গিয়ে হাজির হলেন তৃণমূল সাংসদ শিশির অধিকারীর (Sisir Adhikari) বাড়িতে। শিশির অধিকারীকে বিজেপির মঞ্চে দেখা গেলেও খাতায়-কলমে কিন্তু তিনি এখনও তৃণমূল সাংসদ। জানা গেছে, শুক্রবার তৃণমূল সাংসদের অফিসে বসেই দলীয় কর্মীদের সঙ্গে দিলীপ ঘোষ বৈঠক করলেন। একইসাথে অধিকারী বাড়িতে তিনি মধ্যাহ্নভোজনও করেন। ইতিমধ্যেই রাজ্য রাজনীতিতে ব্যাপক শোরগোল শুরু হয়েছে শিশির অধিকারীর সঙ্গে দিলীপ ঘোষের সাক্ষাৎ নিয়ে। তবে এ প্রসঙ্গে দিলীপ ঘোষ জানিয়েছেন, দীর্ঘ সময় দেখা না হওয়ার জন্যই তিনি শিশির অধিকারীর সঙ্গে দেখা করতে এসেছিলেন। তাঁর পরিবারের খোঁজখবর নিয়েছেন। তবে কী কী কথা হয়েছে শিশির অধিকারীর সঙ্গে, সে ব্যাপারে বিশদে কিছুই জানাননি দিলীপ ঘোষ। খুব স্বাভাবিক ভাবেই এই বিষয়টি নিয়ে যে তৃণমূল সরব হবে তা নিঃসন্দেহে বলা যায়।
দিলীপ ঘোষকে কী বার্তা দিলেন ফিরহাদ হাকিম এবং কুণাল ঘোষ?
ডিজিটাল ডেস্ক : বিজেপি এবং তৃণমূলের সম্পর্ক রাজ্যস্তরে কিরকম, তা সবারই জানা। কিন্তু এবার রাজ্যের মন্ত্রী তথা মেয়র ফিরহাদ হাকিম...
Read more