কোচবিহার: কোচবিহার শহরে আরও একটি পুর স্বাস্থ্যকেন্দ্রের উদ্বোধন হল। এই নিয়ে শহরে মোট স্বাস্থ্যকেন্দ্রের সংখ্যা বেড়ে দাঁড়াল আটটি। বুধবার শহরের ৬ নম্বর ওয়ার্ডে স্বাস্থ্যকেন্দ্রটির উদ্বোধন করেন চেয়ারম্যান রবীন্দ্রনাথ ঘোষ। স্থানীয় কাউন্সিলার শুভ্রাংশু সাহা সেখানে উপস্থিত ছিলেন। জানা গিয়েছে, প্রাথমিক চিকিৎসার পাশাপাশি রক্তচাপ(ব্লাড প্রেসার), সুগার সহ নানা পরীক্ষা নিরীক্ষাও সেখান থেকে করা হবে। একজন করে চিকিৎসক, স্টাফ নার্স এবং এএনএম কর্মীরা সেখানে থাকবেন। রবীন্দ্রনাথ ঘোষ জানান, এতদিন অল্প অসুস্থ হলেও বাসিন্দাদের লাইন দিয়ে হাসপাতালে গিয়ে ডাক্তার দেখাতে হত। এখন বাড়ির সামনেই স্বাস্থ্যকেন্দ্র থাকায় বাসিন্দাদের সুবিধা হবে। শহরের ৪ ও ১২ নম্বর ওয়ার্ডে আগে থেকেই পুর স্বাস্থ্যকেন্দ্র ছিল। সম্প্রতি ১, ১১, ১৬, ১৯, ২০ ওয়ার্ডে চালু করা হয়েছে। এদিন ৬ নম্বর ওয়ার্ডেও পরিষেবা শুরু হল।