Monday, July 8, 2024
Homeরাজ্যউত্তরবঙ্গLamahatta | পর্যটন মরশুমে রেকর্ড আয় লামাহাটা ইকো পার্কে

Lamahatta | পর্যটন মরশুমে রেকর্ড আয় লামাহাটা ইকো পার্কে

তমালিকা দে, লামাহাটা: পর্যটন(Tourism) মরশুমে একধাক্কায় অনেকটাই আয় বাড়ল লামাহাটা ইকো পার্কে(Lamahatta Eco Park)। মাসে প্রায় সাত লক্ষ টাকার টিকিট বিক্রি হচ্ছে। পার্কে আসা মানুষের ভিড়ে খুশি পার্ক কর্তৃপক্ষ সহ স্থানীয় হোমস্টের মালিকরা।

গরমে স্বস্তির খোঁজে এখন অনেকেই পাহাড়মুখী। রাজ্য তো বটেই দেশ-বিদেশের পর্যটকরাও দার্জিলিংয়ের ভিড় এড়াতে বেছে নিচ্ছেন অফবিট ডেস্টিনেশন লামাহাটাকে। ছোট্ট গ্রামটি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে পর্যটকদের নজর কাড়ছে। ২০১৩ সালে উত্তরবঙ্গ উন্নয়ন দপ্তরের আর্থিক সহযোগিতায় উত্তরবঙ্গে পর্যটনকে তুলে ধরতে এই ইকো পার্কটি তৈরি হয়। উদ্বোধন করেছিলেন খোদ মুখ্যমন্ত্রীই। পার্কে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি রয়েছে ট্রেকিংয়ের সুবিধাও। পাইন ঘেরা পার্কটি মন কাড়ছে দেশ-বিদেশের পর্যটকদের। তাগদা ফরেস্ট রেঞ্জের আওতাভুক্ত এই পার্কে ২০ টাকার টিকিটে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটাচ্ছে পর্যটকেরা। আকাশ পরিষ্কার থাকলে এখানকার নজরমিনার থেকেই দেখা মেলে অপরূপা কাঞ্চনজঙ্ঘার। দৈনিক সকাল আটটা থেকে সন্ধে সাড়ে ছ’টা পর্যন্ত এটি খোলা থাকে। পার্কটি ক্রমশই পর্যটকমহলে জনপ্রিয়তা পাচ্ছে। ইকোলজি বা বাস্তুবিদ্যা গবেষকরাও প্রাকৃতি পাঠের জন্য এখানে আসছেন বলে পার্কের কর্মী দোরজি সুব্বা জানান।

উত্তরবঙ্গের পর্যটনকেন্দ্রগুলির আকর্ষণ বিশ্ববাসীর কাছে তুলে ধরতে বারবার বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। পাহাড়ের অফবিট স্থানগুলিকে পর্যটক(Tourist) মহলে জনপ্রিয় করতে, সেখানকার মানুষের আর্থসামাজিক উন্নয়নে মুখ্যমন্ত্রী সর্বদা সক্রিয়। ১২ বছর আগে তৈরি পার্কটির জনপ্রিয়তা বাড়তেই গ্রামবাসীরা আর্থিকভাবে অনেকটাই সচ্ছল হয়েছেন। সেজন্য তাঁরা ভালোবেসে পার্কটিকে মমতা পার্ক বলেও ডাকেন। স্থানীয় এক হোমস্টের মালিক লিমু শেরপা বলেন, ‘আগে লামাহাটায় পর্যটকরা থাকতেন না। কিন্তু ইকো পার্কের দৌলতে এখন প্রচুর পর্যটক আসেন। সেজন্য পার্কের আশপাশে অনেক হোমস্টে হয়েছে।’ পর্যটন মরশুমে হোমস্টেগুলিতে মাথাপিছু দৈনিক ভাড়া প্রায় ১৩০০ টাকা। পার্কের জনপ্রিয়তা বাড়ায় স্থানীয় খাবারের দোকানগুলিরও বিক্রি বেড়েছে। কোচবিহার থেকে আসা ইন্দ্রাণী চন্দ জানান, এত সুন্দর ইকো পার্ক আমি অন্য কোথাও দেখিনি। অনায়াসে ঘণ্টার পর ঘণ্টা সময় কাটানো যায়।

Sucharita Chanda
Sucharita Chandahttps://uttarbangasambad.com/
Sucharita Chanda is working as Sub Editor Since 2020. Presently she is attached with Uttarbanga Sambad. She is involved in Copy Editing, Uploading in website and various social media platforms.
RELATED ARTICLES
- Advertisment -
- Advertisment -spot_img

LATEST POSTS

Changrabandha | চ্যাংরাবান্ধায় নির্বাচন হল এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের, সর্বাধিক ভোট পেলেন মনোজ কানু

0
চ্যাংরাবান্ধাঃ পুরোনো কমিটির মেয়াদ শেষ। নির্বাচনের মাধ্যমে নতুন কমিটি গঠন হল চ্যাংরাবান্ধা এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশনের। এই নির্বাচনকে কেন্দ্র করে দিনভর যথেষ্ট উন্মাদনা লক্ষ্য করা গিয়েছে...

Coochbehar | বিজেপি ছাড়লেন প্রধান সহ ৩ সদস্য, তুফানগঞ্জের অন্দরান ফুলবাড়ি পঞ্চায়েতের দখল নিল...

0
কোচবিহারঃ কোচবিহার লোকসভা কেন্দ্রে বিজেপি হারতেই বিজেপির হাতে থাকা একের পর এক পঞ্চায়েত দখল করছে তৃণমূল। বিজেপি ছেড়ে তৃণমূলে আসার হিড়িক পড়েছে পঞ্চায়েত সদস্যদের।...

Puri Rath Yatra | শ্রীক্ষেত্র পুরীতে চাকা গড়ালো রথের, কাল মাসির বাড়ি পৌঁছবেন মহাপ্রভু

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: জগন্নাথদেবের (Lord Jagannath) রথযাত্রায় মাতল শ্রীক্ষেত্র পুরী।  শ্রী মন্দির থেকে মাসির বাড়ি গুন্ডিচা মন্দিরের জন্য রওনা হলেন জগন্নাথদেব, বলরাম ও...

Durgapur | মায়ের সঙ্গে কথা বলেই…! বেঙ্গালুরুর নার্সিং কলেজ হস্টেলে আত্মঘাতী দুর্গাপুরের তরুণী

0
দুর্গাপুরঃ নার্সিং পড়তে গিয়ে ভিনরাজ্যে রহস্যজনকভাবে মৃত্যু হল পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাঁকসার গোপালুপরের এক তরুণীর। রবিবার এই ঘটনার খবরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোপালপুর...

India-Zimbabwe | ২২ গজে অভিষেকের তাণ্ডব! জিম্বাবোয়েকে ১০০ রানে হারিয়ে সিরিজে সমতা ফেরাল ভারত...

0
উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ জিম্বাবোয়ের বিরুদ্ধে প্রথম টি টোয়েন্টিতে ১৩ রানে হেরে গিয়েছিল ভারত। রবিবার দ্বিতীয় টি-টোয়েন্টিতে হারের বদলা নিল ভারত। জিম্বাবোয়েকে ১০০ রানে...

Most Popular