কানপুর: তিনশো উইকেটের মাইলস্টোন থেকে মাত্র ১ শিকার দূর। শুক্রবার শুরু দ্বিতীয় টেস্টে সেই ব্যবধান মুছে ফেলতে পারলে এলিট তালিকায় ঢুকে পড়বেন রবীন্দ্র জাদেজা। ইতিমধ্যেই তিন হাজার রান করে ফেলেছেন। কানপুরে আর এক শিকার মানে একাদশ ক্রিকেটার হিসেবে ৩০০০ রান ও ৩০০ উইকেটের ক্লাবে পা রাখবেন জাদেজা।
ভারতীয়দের মধ্যে কপিল দেব (৪৩৪ উইকেট ও ৫২৪৮ রান) ও রবিচন্দ্রন অশ্বীনের (৫২২ উইকেট ও ৩৪২২ রান) এই নজির রয়েছে। এলিট তালিকায় বাকিরা হলেন ইয়ান বোথাম, ইমরান খান, রিচার্ড হ্যাডলি, শেন ওয়ার্ন, ড্যানিয়েল ভেত্তোরি, চামিন্ডা ভাস, শন পোলকের মতো কিংবদন্তি। এখনও পর্যন্ত ৭৩টি টেস্টে জাদেজার সংগ্রহ ৩০২৪ রান ও ২৯৯ উইকেট।
অশ্বীনের সামনেও রয়েছে একঝাঁক রেকর্ড ভাঙার সম্ভাবনা। গত টেস্টে কিংবদন্তি শেন ওয়ার্নকে স্পর্শ করেছেন। পিছনে ফেলেছেন আর এক কিংবদন্তি কোর্টনি ওয়ালশকেও। কানপুরের মন্থর টার্নিং পিচে অশ্বীনের জন্য অপেক্ষায় ছয়টি নজির।
হাফডজনের হাতছানি
—প্রথম ভারতীয় বোলার হিসেবে টেস্টের চতুর্থ ইনিংসে একশো উইকেট থেকে এক শিকার দূরে অশ্বীন। বিশ্ব ক্রিকেটে এই কৃতিত্ব রয়েছে মাত্র পাঁচজনের।
—বাংলাদেশ-ভারত টেস্ট সিরিজে সর্বাধিক উইকেট জাহির খানের (৩১) দখলে। জাহিরকে অতিক্রম করতে তিনটি উইকেট প্রয়োজন অশ্বীনের।
–চলতি টেস্ট চ্যাম্পিয়নশিপে (২০২৩-’২৫ বৃত্তে) জোশ হ্যাজেলউডকে (৫২টি) সরিয়ে সর্বাধিক উইকেটের মালিক হতে অশ্বীনের দরকার চার শিকার।
–ইনিংসে ৫ উইকেট প্রাপ্তিতে শেন ওয়ার্নের সঙ্গে যুগ্মভাবে (৩৭ বার) দ্বিতীয় স্থানে রয়েছেন অশ্বীন। কানপুরে ওয়ার্নকে টপকে যাওয়ার সুযোগ।
—বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ইতিহাসে সর্বাধিক শিকারে নাথান লায়োনের (১৮৭টি) ঘাড়ের ওপর নিঃশ্বাস ফেলছেন অশ্বীন (১৮০টি)।
–৯ উইকেট প্রয়োজন অশ্বীনের সর্বকালীন টেস্ট উইকেটের তালিকায় লায়োনকে (৫৩০টি) সরিয়ে সপ্তম স্থান দখলে।