উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ভারতের বিরুদ্ধে প্রথম টেস্টে গোহারা হারল বাংলাদেশ। চতুর্থ দিনেই জয় ছিনিয়ে নিলেন রোহিতরা। চতুর্থ দিনে রবিচন্দ্রন অশ্বিন ও জাদেজার স্পিনের দাপটে একপ্রকার নাস্তানাবুদ হয় বাংলাদেশী ব্যাটাররা। এদিন প্রথম সেশনের আগেই বাংলাদেশের ৬ উইকেটের পতনে থেমে যায় টাইগারদের গর্জন। চেন্নাই টেস্টে ভারত জিতে যায় ২৮০ রানে।
জয় ছিল সময়ের অপেক্ষা। শুধু দেখার ছিল কতক্ষণে সেটা আসে। চতুর্থ দিনের শুরুতেই টেস্ট পকেটে পুরে নিলেন রোহিতরা। কাজে এল না বাংলাদেশ অধিনায়ক শান্তর মরিয়া লড়াই। এদিন চেন্নাইয়ের আকাশ ছিল মেঘাচ্ছন্ন। গতকালও খারাপ আবহাওয়ার কারণে খেলা শেষ করে দিতে বাধ্য হন আম্পায়াররা। এদিন সকালে বল করতে এসে তেমন সুবিধা করতে পারেননি মহম্মদ সিরাজ ও জশপ্রীত বুমরাহ। এরপরই পেসারদের সরিয়ে দুপাশ থেকেই স্পিন আক্রমন শুরু করার সিদ্ধান্ত নেন রোহিত শর্মা। এক প্রান্ত থেকে নিয়ে আসেন জাদেজাকে। তার পরই আসেন অশ্বিন। মাঠে ভেলকি দেখাতে শুরু করেন অশ্বিন-জাদেজা। একের পর এক উইকেটের পতন হতে থাকে। অশ্বিনের বলে যশস্বীকে ক্যাচ দিয়ে সাকিব ফিরে গেলেন ২৫ রান করে। অন্যদিক থেকে লড়াই চালিয়ে যেতে থাকেন শান্ত। লিটন দাস, মেহেদি হাসান, তাস্কিন কেউই আর সঙ্গ দিতে পারলেন না শান্তকে। একা কুম্ভ হয়ে লড়াই করেও শেষ পর্যন্ত জাদেজার বলে ক্যাচ দিয়ে ফিরে গেলেন শান্ত। শেষে ২৩৪ রানে শেষ হয়ে যায় বাংলাদেশের ইনিংস। ২৮০ রানে ম্যাচ হেরে যায় বাংলাদেশ।
প্রথম ইনিংস
ভারত: ৩৭৬ (অশ্বিন ১১৩, জাদেজা ৮৬, হাসান ৮৩/৫)
বাংলাদেশ: ১৪৯ (সাকিব ৩২, মেহেদ ২৭, বুমরাহ ৫০/৪)
দ্বিতীয় ইনিংস
ভারত: ২৮৭/৪ (ডিক্লেয়ার) (শুভমান ১১৯, ঋষভ ১০৯, মেহেদি ১০৩/২)
বাংলাদেশ: ২৩৪ (শান্ত ৮৩, শাদমান ৩৫, অশ্বিন ৮৮/৬)