লন্ডন: আসন্ন ভারত সফর এবং পরবর্তী চ্যাম্পিয়ন্স ট্রফির ওডিআই দল ঘোষণা করল ইংল্যান্ড। দীর্ঘদিন পর পঞ্চাশের ফর্ম্যাটে প্রত্যাবর্তন ঘটছে জো রুটের। ২০২৩ ওডিআই বিশ্বকাপে শেষবার খেলেছিলেন তারকা ব্যাটার। লম্বা বিরতির পর রুটকে ওডিআই দলে ফেরানোর সিদ্ধান্ত।
বেন স্টোকসকে অবশ্য পাচ্ছে না ইংল্যান্ড। হ্যামস্ট্রিংয়ের চোটের জন্য আপাতত মাঠের বাইরে টেস্ট অধিনায়ক। জুনে ভারতের বিরুদ্ধে হোম সিরিজ রয়েছে। তারপরই অ্যাসেজের দ্বৈরথ। স্টোকসের মূল লক্ষ্য জোড়া টেস্ট সিরিজ। তবে ভারত সফর এবং চ্যাম্পিয়ন্স ট্রফির দলে স্টোকসের অনুপস্থিতি নিঃসন্দেহে ধাক্কা বাটলার ব্রিগেডের জন্য।
৬ ফেব্রুয়ারি নাগপুরে শুরু তিন ম্যাচের ওডিআই সিিরজের পাশাপাশি ভারতে পাঁচটি টি২০ ম্যাচও খেলবে ইংল্যান্ড। এদিন ১৬ সদস্যের যে দলও ঘোষণা করেছে তাঁরা। রুট অবশ্য টি২০ দলে ডাক পাননি। রঙিন ফর্ম্যাটের দুই দলেই অধিনায়কত্বের ভার সামলাবেন জস বাটলার। ভারত সফররত ওডিআই দলটাই পরে চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবে।
ফাস্ট বোলার মার্ক উডও চোট কাটিয়ে ফিরছেন। ডান হাতের চোটে পাকিস্তান ও নিউজিল্যান্ড সফরে যাননি। জাতীয় দলে প্রত্যাবর্তন ঘটছে সংক্ষিপ্ত ফর্ম্যাট দিয়ে। জো রুট যেমন শুধু ওডিআই সিরিজে, তেমনই লেগস্পিনার রেহান আহমেদ শুধুমাত্র নির্বাচিত হয়েছেন ২২ জানুয়ারি ইডেন গার্ডেন্সে শুরু টি২০ সিরিজের জন্য।
ওডিআই দল (ভারত সফর ও চ্যাম্পিয়ন্স ট্রফি) : জস বাটলার (অধিনায়ক), জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, জো রুট, সাকিব মহম্মদ, ফিল সল্ট ও মার্ক উড।
টি২০ দল (ভারত সফর) : জস বাটলার (অধিনায়ক), রেহান আহমেদ, জোফ্রা আর্চার, গাস অ্যাটকিনসন, জ্যাকব বেথেল, হ্যারি ব্রুক, ব্রাইডন কার্স, বেন ডাকেট, জেমি ওভারটন, জেমি স্মিথ, লিয়াম লিভিংস্টোন, আদিল রশিদ, সাকিব মহম্মদ, ফিল সল্ট ও মার্ক উড।