অরিন্দম বন্দ্যোপাধ্যায়, কলকাতা: একটি সিদ্ধান্ত। হাজারো সমীকরণ! রোহিত শর্মা আগেই টেস্ট ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন। আজ সেই একই পথে হাঁটলেন বিরাট কোহলি। তাঁদের অবসরের সিদ্ধান্তের ফলে একদিকে যেমন ২০ জুন থেকে শুরু হতে চলা টিম ইন্ডিয়ার পাঁচ টেস্টের ইংল্যান্ড সফরের জন্য জাতীয় নির্বাচকদের কাজটা সহজ করে দিয়েছে। তেমনই অজিত আগরকাররা বিলেত সফরের দল নির্বাচন করতে গিয়ে কঠিন চ্যালেঞ্জের মুখেও পড়তে চলেছেন।
এমন ভাবনার নেপথ্যে রয়েছে জোড়া প্রশ্ন। এক, রোহিতের অনুপস্থিতিতে যশস্বী জয়সওয়ালের সঙ্গে ইনিংস ওপেন করবেন কে? দুই, কোহলির অবসরের পর টেস্টে চার নম্বরে ব্যাটিংয়ের দায়িত্ব কার উপর যাবে? জোড়া প্রশ্নের পাশাপাশি আরও একটি বিষয় থাকছে, ইংল্যান্ডের মতো কঠিন সফর শুরুর আগেই ভারতীয় ব্যাটিং একইসঙ্গে ‘দুর্বল’ ও ‘অনভিজ্ঞ’ হয়ে পড়ল নিশ্চিতভাবেই। বিরাট-রোহিতরা ইংল্যান্ড সফরে থাকলেই টিম ইন্ডিয়া সিরিজ জিতে যেত, এমন নয়। সাম্প্রতিক অতীতে রোহিত-কোহলিদের পরিসংখ্যানই বলে দিচ্ছে, সোনালি অতীত পিছনে ফেলে এসেছেন তাঁরা। কিন্তু তারপরও প্রশ্ন, রোহিত-বিরাটদের বিকল্প কে বা কারা হতে পারেন কঠিন বিলেত সফরে?
টেস্ট ম্যাচ জিততে হলে বিপক্ষের ২০টি উইকেট দখল করা যেমন বেসিক শর্ত। ঠিক তেমনই ইংলিশ সামারের সিমিং কন্ডিশনে ব্যাটারদের দক্ষতা ও স্কিলের প্রয়োজন। শুধু তাই নয়, দক্ষতা ও স্কিলের পাশে প্রয়োজন সঠিক টেকনিক ও ইনটেন্ট। যার মাধ্যমে করতে হবে রান। ওপেনার যশস্বী, তিন নম্বরে হবু ভারত অধিনায়ক শুভমান গিল, লোকেশ রাহুল ও ঋষভ পন্থ ছাড়া ভারতীয় টপ অর্ডার ব্যাটিংয়ের বেশিরভাগেরই ইংল্যান্ডে খেলার অতীত অভিজ্ঞতা নেই। ইতিহাস বলছে, ২০১৯ সালে ইংল্যান্ডের মাটিতে একদিনের বিশ্বকাপের আসরে চার নম্বর ব্যাটার নিয়ে ভুগেছিল ভারত। রোহিত পাঁচটি শতরান করার পরও তৎকালীন অধিনায়ক কোহলির হাতে বিশ্বকাপ ট্রফি তুলে দিতে ব্যর্থ হয়েছিলেন। প্রশ্ন এখানেই, এবার কী হবে?
ভারতীয় ক্রিকেটের অন্দরমহলের খবর, বিলেত সফরে যশস্বীর সঙ্গে ইনিংস ওপেন করার দৌড়ে সবার আগে রয়েছেন বি সাই সুদর্শন ও অভিমন্যু ঈশ্বরণ। দুজনেরই টেস্ট অভিষেকের সম্ভাবনা প্রবল। তিন নম্বরে শুভমান। চারে কোহলির ছেড়ে যাওয়া সিংহাসনে রাহুলকে ভাবছে ভারতীয় টিম ম্যানেজমেন্ট। ভারতীয় ‘এ’ দলের প্রতিনিধি হিসেবে ইংল্যান্ডে গিয়ে ভালো করতে পারলে করুণকেও চার নম্বরে খেলানো হতে পারে। দৌড়ে রয়েছেন শ্রেয়স আইয়ারও। সূত্রের খবর, রাহুল নিজে পাঁচ নম্বরে খেলতে চাইছেন। ছয় নম্বরে দলের উইকেটকিপার-ব্যাটার হিসেবে ঋষভ থাকবেন। আগামী কয়েকদিনের মধ্যে আচমকা অবসর ঘোষণা না করলে রবীন্দ্র জাদেজাও থাকবেন ছয় বা সাত নম্বরে।
বিলেত সফরের জন্য এমন সম্ভাব্য ব্যাটিংলাইন কতটা লড়াই করতে পারবে জোফ্রা আর্চারদের বিরুদ্ধে, সেটাই এখন দেখার। পরিস্থিতি কিন্তু ক্রমশ জটিল হচ্ছে। রোহিত-বিরাট জুটির অবসরের পর ভারতীয় ব্যাটিংয়ের ‘কঙ্কাল’ কোচ গম্ভীর কীভাবে ঢাকবেন, সেটাই দেখার।