উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ৭ ওভার বাকি থাকতেই ইংল্যান্ডের বিরুদ্ধে জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নিল ভারত। ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ইডেন গার্ডেন্সে ৭ উইকেটে ম্যাচ জিতল ভারত। জয় দিয়ে সিরিজ শুরু সূর্যকুমার যাদবদের। এদিন প্রথমে ব্যাট করে ইংল্যান্ড করে ১৩২ রান। জবাবে ১২.৫ ওভারে প্রয়োজনীয় রান তুলে নেয় ভারত। এদিন ৩৪ বলে ৭৯ রান করেন ভারতের অভিষেক শর্মা। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল মেন ইন ব্লু।
এদিন টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক সূর্যকুমার যাদব। তিন স্পিনার, অর্শদীপ সিং ও নীতীশ কুমার রেড্ডির ওপর ভরসা করেই দল সাজিয়ে ছিলেন অধিনায়ক। চোট সারিয়ে দলে ফিরলেও আন্তর্জাতিক ক্রিকেটে কামব্যাক করতে পারলেন না মহম্মদ সামি। প্রথম ওভারে ইংল্যান্ডের ওপেনার ফিল সল্টকে প্যাভিলিয়নে ফেরান অর্শদীপ। ছুঁয়ে ফেলেন ভারতীয় হিসাবে টি-২০তে সর্বোচ্চ উইকেটপ্রাপকের নজির। নিজের পরের ওভারে বল করতে এসেই আউট করেন বেন ডাকেটকে। টি-২০তে সবচেয়ে বেশি উইকেট পাওয়া ভারতীয় হিসাবে নজির গড়েন পাঞ্জাবের পেসার। অর্শদীপের জোড়া ধাক্কায় বেসামাল হয়ে পড়ে ব্রিটিশরা। ভারতের স্পিনার বরুণের ভেলকিতে মুখ থুবরে বিপক্ষের ব্যাটিং লাইনআপ। তিন উইকেট তুলে নেন বরুণ। ভারতের বোলারদের মোকাবিলা করে রান তুলতে কালঘাম ছুটে যায় হ্যারি ব্রুকদের। কোনওমতে ২০ ওভারের শেষে ১৩২ রান করতে সমর্থ হয়।
১৩৩ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামেন ভারতের দুই ওপেনার অভিষেক শর্মা ও সঞ্জু স্যামসন। সঞ্জু ২০ বল খেলে ২৬ রান করে আউট হন। এরপর ব্যাট করতে নেমে মাত্র ৩ বল খেলে রান না করেই প্যাভিলিয়নে ফেরেন অধিনায়ক সূর্যকুমার যাদব। এদিন ব্রিটিশ বোলিং লাইন আপকে কচুকাটা করেন অভিষেক। মাত্র ৩৪ বলে ৭৯ রান করে তিনি যখন আউট হন তিনি। ১৯ রান করে অপরাজিত থাকেন তিলক বর্মাও। ৪৩ বল বাকি থাকতে ৭ উইকেটে জয় ছিনিয়ে নেয় টিম ইন্ডিয়া। পাঁচ ম্যাচের সিরিজে ১-০ এগিয়ে গেল মেন ইন ব্লু।