বেঙ্গালুরু: ভারতের টেস্ট হারের ক্ষতে নুন ছেটালেন টম ল্যাথাম। কিউয়ি অধিনায়কের দাবি, টসে জিতে রোহিত শর্মার ব্যাটিং নেওয়ার সিদ্ধান্তকে কাজে লাগানো জয়ের অন্যতম কারণ।
রোহিতের সিদ্ধান্ত নিয়ে প্রথম থেকেই বিতর্ক। নিজের ভুল স্বীকার করে নিয়েছেন ভারত অধিনায়কও। এদিন যা নিয়ে খোঁচা কিউয়ি শিবিরের। ম্যাচের পর ল্যাথাম ঘুরিয়ে বলে দিলেন, জয়ের অন্যতম কারণ, ব্যাটিং সাফল্য এবং টসে হার। এমন টসে হারাটা সত্যিই ভালো দলের জন্য!
ল্যাথাম আরও বলেছেন, ‘প্রথম ইনিংসে বোলাররা ধারাবাহিকভাবে ঠিক জায়গায় বল রেখেছে। সুফল পেয়েছে দল। জানতাম, দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়ানোর মরিয়া প্রয়াস চালাবে ভারত। ওদের ব্যাটিং অত্যন্ত শক্তিশালী। তবে দ্বিতীয় ইনিংসে নতুন বলটা খুব ভালোভাবে ব্যবহার করেছে বোলাররা। যা আমাদের কাজ সহজ করে দেয়।’
একটা সময় মনে হয়েছিল নিউজিল্যান্ডের সামনে অনেক বড় টার্গেট অপেক্ষা করছে। যদিও সরফরাজ খান, ঋষভ পন্থদের প্রচেষ্টার পরও মাত্র ১০৭ রানের জয় লক্ষ্য দাঁড়ায় কিউয়িদের। ল্যাথামও মানছেন, ম্যাচ একসময় জমে গিয়েছিল। খুশি শেষপর্যন্ত লক্ষ্যটা বড় হয়নি। কৃতিত্ব অনেকাংশে প্রাপ্য দীর্ঘকায় পেসার উইলিয়াম ও‘রৌরকের। ল্যাথামের মতে, খুব ভালোভাবে পিচ ব্যবহার করার পুরস্কার পেয়েছে। নেটেও রৌরকের বল সামলাতে তারাও হিমসিম খান।
ম্যাচের সেরা রাচিন রবীন্দ্রর মুখে কঠোর পরিশ্রমের কথা। বলেছেন, ‘ফর্ম, প্রস্তুতির মিলিত প্রয়াসের ফল এই সাফল্য। কী করতে হবে, অনেকদিন আগেই ঠিক করে নিয়েছিলাম। আমাকে যা সাহায্য করেছে। উপমহাদেশীয় সফরে হাফডজন টেস্টের চ্যালেঞ্জ (শ্রীলঙ্কায় ২টি, আফগানিস্তানের বিরুদ্ধে ১টি এবং ভারত সিরিজে ৩টি)। এর জন্য সঠিক প্রস্তুতি গুরুত্বপূর্ণ ছিল। সেটাই করেছিলাম। ফল পেলাম।’
আইপিএলে চেন্নাই সুপার কিংসের সদস্য। প্রস্তুতির জন্য বেছে নিয়েছিলেন চেন্নাইকে। রাচিন বলেও দিলেন, লাল, কালো- বিভিন্ন ধরনের পিচে প্র্যাকটিস করেছেন ভারত সিরিজের কথা মাথায় রেখে। সুপার কিংসের অ্যাকাডেমির বিশ্বমানের পরিকাঠামো তাকে সাহায্য করেছে। যার জন্য কৃতজ্ঞতাও জানিয়েছেন, প্র্যাকটিসে সহায়তা করা সমস্ত নেট বোলার, সতীর্থদের।