শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫

Ind-Sri Lanka | ২৩০ রান টপকাতে ব্যর্থ ভারত, শ্রীলঙ্কার বিরুদ্ধে প্রথম ওয়ান ডে ম্যাচ টাই প্রেমদাসায়   

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচ টাই হয়ে গেল। শুক্রবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা তুলেছিল ২৩০ রান। সেই রান ভারত টপকাতে পারেনি। তারা থেমে গিয়েছে সেই ২৩০ রানেই। একটা সময় ভারতীয় দলের ১৮৯ রানে সাত উইকেট পড়ে যায়। জেতার আশা চলে ছেড়ে দিয়েছিলেন ভারতের দর্শকরা। কিন্তু ভারতের মুখরক্ষা করেন অক্ষর পটেল ও শিবম দুবে। নইলে এদিন হেরে মাঠ ছাড়তে হত রোহিত-কোহলিদের।

শুক্রবার থেকে শুরুই হয়েছে ভারত শ্রীলঙ্কার মধ্যে একদিনের সিরিজ। এদিন কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দলের ওপেনার পাথুম নিসাঙ্কা ৭৫ বলে ৫৬ রান করেছেন। একটা সময় ১০১ রানে পাঁচ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। সেই পরিস্থিতি থেকে দলকে বিপদমুক্ত করেছেন দুনিথ। দুনিথ ওয়ালেগে অপরাজিত ৬৭ রান করেছেন। শ্রীলঙ্কা ২৩০ রান করেছেন। ভারতীয় বোলারদের মধ্যে সফল মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং ও অক্ষর পটেল। প্রত্যেকেই দুটি করে উইকেট নিয়েছেন।

২৩১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভারেই ৭১ রান তোলে ভারত। ওপেনিং জুটিতে ওঠে ৭৫ রান। ওপেনার রোহিত ৪৭ বলে ৫৮ রান করেছেন। রোহিত আউট হতেই মাত্র ১২ রানের ব্যবধানে শুভমন, ওয়াশিংটন সুন্দরের উইকেট হারায় ভারত। শুভমন গিল ৩৫ বলে ১৬ রানে ফেরেন। বিরাট কোহলি ২৪, শ্রেয়স ২৩, সুন্দর ৫ রান করেন। বিপক্ষের বোলার হাসারাঙ্গা তিন উইকেট নেন।

২১১ রানে ভারতের ৮ উইকেট পড়ে যায়। তখনও আশার আলো দেখছিল শ্রীলঙ্কা শিবির। একদিকে শিবম দুবে থাকলেও চিন্তা ছিলই। তখন ভাবা যায়নি তারা ২৩০ রান করতে পারবে। শেষমেশ অক্ষর প্যাটেল ৩৩ ও শিবম দুবে ২৫ রান করেছেন বলে ম্যাচ টাই হয়েছে। পরিস্থিতি একটা সময় দাঁড়ায় ১ বল, ১ উইকেট। ১৪ বল বাকি। ক্রিজে অর্শদীপ সিং। স্লগ সুইপ খেলার চেষ্টা করেন। বল প্যাডে লাগে। লেগ বিফোরের আবেদনে সাড়া দেন অনফিল্ড আম্পায়ার। ভারত রিভিউ নিলেও লাভ হয়নি। আউট হয়ে যান অর্শদীপ সিং। ২৩০ রানেই অলআউট হয়ে যায় ভারত। না হলে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের নিয়ে দলকে সিরিজের প্রথম ম্যাচে হারতে হত। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ৪৪তম টাই ম্যাচ। ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টাই।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Centre on Waqf Act | ‘আদালত ওয়াকফ আইনকে স্থগিত করতে পারে না’, সুপ্রিম কোর্টে অবস্থান স্পষ্ট করল কেন্দ্র

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ওয়াকফ (সংশোধনী) আইন নিয়ে সুপ্রিম...

Pahalgam | পহেলগাঁওয়ে হামলা চালানো জঙ্গিদের দেখেছেন! মহিলার দাবির পরই কাঠুয়ায় চিরুনি তল্লাশি শুরু

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: পহেলগাঁও (Pahalgam) কাণ্ডে অভিযুক্ত চার...

Pakistan | তিন দশক ধরে সন্ত্রাসবাদের মদত দিয়েছে ইসলামাবাদ, স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ গত ৩০ বছর ধরে জঙ্গিদের...

Neeraj Chopra | ‘বোঝাতে হচ্ছে যে,আমি দেশপ্রেমী’, আরশাদ ইস্যুতে ব্যাথিত ভারতের ‘সোনার ছেলে’

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ নেটিজেনদের ক্ষোভের মুখে পড়েছেন ভারতের...