উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ শ্রীলঙ্কার বিরুদ্ধে ভারতের প্রথম ওয়ান ডে ম্যাচ টাই হয়ে গেল। শুক্রবার কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে শ্রীলঙ্কা তুলেছিল ২৩০ রান। সেই রান ভারত টপকাতে পারেনি। তারা থেমে গিয়েছে সেই ২৩০ রানেই। একটা সময় ভারতীয় দলের ১৮৯ রানে সাত উইকেট পড়ে যায়। জেতার আশা চলে ছেড়ে দিয়েছিলেন ভারতের দর্শকরা। কিন্তু ভারতের মুখরক্ষা করেন অক্ষর পটেল ও শিবম দুবে। নইলে এদিন হেরে মাঠ ছাড়তে হত রোহিত-কোহলিদের।
শুক্রবার থেকে শুরুই হয়েছে ভারত শ্রীলঙ্কার মধ্যে একদিনের সিরিজ। এদিন কলম্বোর প্রেমদাসা স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় শ্রীলঙ্কা। দলের ওপেনার পাথুম নিসাঙ্কা ৭৫ বলে ৫৬ রান করেছেন। একটা সময় ১০১ রানে পাঁচ উইকেট পড়ে যায় শ্রীলঙ্কার। সেই পরিস্থিতি থেকে দলকে বিপদমুক্ত করেছেন দুনিথ। দুনিথ ওয়ালেগে অপরাজিত ৬৭ রান করেছেন। শ্রীলঙ্কা ২৩০ রান করেছেন। ভারতীয় বোলারদের মধ্যে সফল মহম্মদ সিরাজ, অর্শদীপ সিং ও অক্ষর পটেল। প্রত্যেকেই দুটি করে উইকেট নিয়েছেন।
২৩১ রানের লক্ষ্যমাত্রা নিয়ে ব্যাট করতে নামেন রোহিত শর্মা ও শুভমন গিল। প্রথম পাওয়ার প্লে-র ১০ ওভারেই ৭১ রান তোলে ভারত। ওপেনিং জুটিতে ওঠে ৭৫ রান। ওপেনার রোহিত ৪৭ বলে ৫৮ রান করেছেন। রোহিত আউট হতেই মাত্র ১২ রানের ব্যবধানে শুভমন, ওয়াশিংটন সুন্দরের উইকেট হারায় ভারত। শুভমন গিল ৩৫ বলে ১৬ রানে ফেরেন। বিরাট কোহলি ২৪, শ্রেয়স ২৩, সুন্দর ৫ রান করেন। বিপক্ষের বোলার হাসারাঙ্গা তিন উইকেট নেন।
২১১ রানে ভারতের ৮ উইকেট পড়ে যায়। তখনও আশার আলো দেখছিল শ্রীলঙ্কা শিবির। একদিকে শিবম দুবে থাকলেও চিন্তা ছিলই। তখন ভাবা যায়নি তারা ২৩০ রান করতে পারবে। শেষমেশ অক্ষর প্যাটেল ৩৩ ও শিবম দুবে ২৫ রান করেছেন বলে ম্যাচ টাই হয়েছে। পরিস্থিতি একটা সময় দাঁড়ায় ১ বল, ১ উইকেট। ১৪ বল বাকি। ক্রিজে অর্শদীপ সিং। স্লগ সুইপ খেলার চেষ্টা করেন। বল প্যাডে লাগে। লেগ বিফোরের আবেদনে সাড়া দেন অনফিল্ড আম্পায়ার। ভারত রিভিউ নিলেও লাভ হয়নি। আউট হয়ে যান অর্শদীপ সিং। ২৩০ রানেই অলআউট হয়ে যায় ভারত। না হলে রোহিত শর্মা ও বিরাট কোহলিদের নিয়ে দলকে সিরিজের প্রথম ম্যাচে হারতে হত। ওয়ান ডে ক্রিকেটের ইতিহাসে ৪৪তম টাই ম্যাচ। ভারত বনাম শ্রীলঙ্কা দ্বিতীয় টাই।