কলম্বো: বুধবার সিরিজের নির্ণায়ক ম্যাচ। শ্রীলঙ্কার সামনে ভারতের বিরুদ্ধে সিরিজ জয়ের হাতছানি। রোহিত শর্মা ব্রিগেডের সেখানে বাঁচার টক্কর। এহেন পরিস্থিতিতে আলোচনার কেন্দ্রবিন্দুতে টাই ম্যাচে সুপার ওভার না হওয়া। গত ডিসেম্বরেই ওডিআই নিয়মে রদবদল এনেছে আইসিসি। দুই দলের স্কোর সমান হলে সুপার ওভারের নিয়ম অন্তর্ভুক্ত করা হয়েছে।
যদিও অজানা কারণে সে পথে হাঁটেননি আম্পায়াররা। যা নিয়ে বিতর্ক তুঙ্গে। কাঠগোড়ায় ম্যাচ রেফারি রঞ্জন মদুগালের সঙ্গে বাকি আম্পায়াররা। দাবি, সিরিজের দ্বিপাক্ষিক চুক্তিতেও নাকি সুপার ওভার ছিল। আইসিসি নিয়মেও পরিষ্কার বলা আছে, পরিস্থিতি অনুকূল থাকলে ফলাফল না হওয়া পর্যন্ত সুপার ওভার চলবে।
অথচ, দুই দলের সমান হলেও সে পথে হাঁটেননি মদুগালে অ্যান্ড কোং! বিতর্ক মাথাচাড়া দিলেও আইসিসি বা ম্যাচের অফিশিয়াল, কারও তরফে এখনও পর্যন্ত কোনওরকম প্রতিক্রিয়া মেলেনি।