ডিজিটাল ডেস্কঃ গোয়া বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে গেরুয়া শিবিরে অশান্তির পরিবেশ তৈরি হয়। কার্যত গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের পুত্র উৎপল পারিকরকে টিকিট দেওয়া হয়না বিজেপির পক্ষ থেকে। আর এই নিয়ে বাড়তে থাকে দ্বন্দ। এরপর উৎপল পারিকরকে নিজেদের দল আম আদমী পার্টিতে যোগ দেওয়ার আমন্ত্রণ জানান অরবিন্দ কেজরিওয়াল। পাশাপাশি নির্বাচনে যাতে উৎপল পারিকর প্রতিদ্বন্দ্বিতা করতে পারেন, সে সুযোগ করে দেওয়া হবে বলেও কথা দিয়েছিলেন অরবিন্দ কেজরিওয়াল। যদিও সেই প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন উৎপল পারিকর। শেষ পর্যন্ত বৃহস্পতিবার পানজিম থেকে নির্দল প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন গোয়ার প্রাক্তন মুখ্যমন্ত্রী মনোহর পারিকরের ছেলে উৎপল পারিকর। এ প্রসঙ্গে উৎপল পারিকর জানিয়েছেন, তিনি তাঁর বাবাকে অনুসরণ করে চলতে চান। পাশাপাশি তিনি নিজের জয় নিয়ে যথেষ্ট আত্মবিশ্বাসী ছিলেন। আপাতত নির্দল প্রার্থী হিসেবে মনোহর পারিকর কতটা মন জয় করতে পারেন, সেদিকে থাকবে নজর।
আরও পড়ুনঃ বিধানসভা নির্বাচনের আগে গোয়াতে তৃণমূলের সাংগঠনিক পদক্ষেপ