সোমবার, ১০ নভেম্বর, ২০২৫

India-Afghanistan | দুবাইতে তালিবান বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠক বিক্রম মিশ্রীর, কী নিয়ে হল আলোচনা?

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: তালিবানের কার্যনির্বাহী বিদেশমন্ত্রী আমির খান মুত্তাকির (Amir Khan Muttaqi ) সঙ্গে প্রথমবার বৈঠক করলেন ভারতের বিদেশসচিব বিক্রম মিশ্রী (Vikram Misri)। বুধবার দুবাইতে (Dubai) তাঁরা বৈঠকে বসেন। আফগানিস্তানে তালিবান সরকার ক্ষমতায় আসার পর এই প্রথমবার বিদেশে প্রতিনিধি পর্যায়ের বৈঠক হল (India-Afghanistan)।

সূত্রের খবর, আফগানিস্তানের মাটি ব্যবহার করে ইরানের চাবাহার বন্দর থেকে পণ্য পরিবহণ এবং ক্রিকেট নিয়ে আলোচনা হয়েছে এই বৈঠকে। দুবাইয়ে এই বৈঠকের পর ভারতীয় বিদেশমন্ত্রকের তরফে জানানো হয়েছে, নিরাপত্তা নিয়ে যে ভারতের উদ্বেগ রয়েছে, তার প্রতি সংবেদনশীলতা তুলে ধরেছে আফগানিস্তান। তাছাড়া আগামী দিনেও ভারত আফগানিস্তানে আরও উন্নয়নমূলক কাজ চালিয়ে যাওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

এদিকে পাকিস্তানের সঙ্গে আফগানিস্তানের সম্পর্ক মোটেই ভালো নয়। সম্প্রতি আফগানিস্তানের পাকতিকা প্রদেশে হামলা চালিয়েছে পাক বায়ুসেনার যুদ্ধবিমান। হামলায় মৃত্যু হয়েছে মহিলা, শিশু সহ ৪৬ জন সাধারণ মানুষের। সোমবার ভারত ওই বিমানহামলার নিন্দা করে বিবৃতি দিয়েছিল। তার ৪৮ ঘণ্টার মধ্যেই দ্বিপাক্ষিক বৈঠক হল ভারত ও আফগানিস্তানের। এর মাধ্যমে পাকিস্তানকে বার্তা দেওয়া দেওয়া হল বলে মনে করছে বিশেষজ্ঞমহল।

প্রসঙ্গত, ২০২১ সালের ১৫ অগাস্ট তালিবান কাবুল দখল করেছিল। তবে এখনও রাষ্ট্রপুঞ্জে স্বীকৃতি পায়নি আফগানিস্তানের তালিবান সরকার। আমেরিকা, ব্রিটেন সহ বিশ্বের অধিকাংশ দেশের সঙ্গেই স্বীকৃত কোনও কূটনৈতিক সম্পর্ক নেই। এমনকি দিল্লির তরফেও এখনও পর্যন্ত স্বীকৃতি দেওয়া হয়নি তালিবান সরকারকে। ফলে দুই দেশের আনুষ্ঠানিকভাবে কূটনৈতিক সম্পর্কও নেই। কিন্তু কাবুলের শাসকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ বজায় রেখেছে মোদি সরকার।

Shahini Bhadra
Shahini Bhadrahttps://uttarbangasambad.com/
Shahini Bhadra is working as Trainee Sub Editor. Presently she is attached with Uttarbanga Sambad Online. Shahini is involved in Copy Editing, Uploading in website.

Share post:

Popular

More like this
Related

CM Mamata Banerjee | জাপান থেকে ‘ডি লিট’ পাচ্ছেন মুখ্যমন্ত্রী, চলতি সপ্তাহে কলকাতায় আসছেন জাপানের প্রতিনিধিরা

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: মুখ্যমন্ত্রীর মুকুটে নয়া পালক। আন্তর্জাতিক...

CM Mamata Banerjee | শিলিগুড়িতে রিচার নামে ক্রিকেট স্টেডিয়াম, ঘোষণা মমতার

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: শিলিগুড়ি (Siliguri)-তে প্রথম বাঙালি বিশ্বকাপজয়ী...

CM Mamata Banerjee | উত্তরকন্যায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী, SIR আবহে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক মমতা বন্দ্যোপাধ্যায়ের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: উত্তরকন্যায় পৌঁছলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়...

Lashkar Leader | বাংলাদেশের মাটি ব্যবহার করে ভারতে নাশকতার ছক লস্করের

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বাংলাদেশের মাটি ব্যবহার করে...