মেলবোর্ন: ‘এ’ দলের চারদিনের ম্যাচে সাফল্য পেয়েছেন। সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার মাঝে দুই ইনিংসেই ভরসা জুগিয়েছেন। বর্ডার-গাভাসকার সিরিজের প্রাক্কালে ধ্রুব জুরেলের যে সাফল্য আশ্বস্ত করছে গৌতম গম্ভীরদের। প্রাক-প্রস্তুতি হিসেবে ‘এ’ দলের হয়ে বেসরকারি টেস্টে অংশ নেন উইকেটকিপার-ব্যাটার ধ্রুব। যে ম্যাচে সাফল্যের পর টেস্ট সিরিজেও বিশেষজ্ঞ ব্যাটারের ভূমিকায় ধ্রুবকে দেখতে চান প্রাক্তনদের অনেকে।
ভারতীয়রাই শুধু নয়, অস্ট্রেলিয়া ‘এ’ দলের কোচ টিম পেইনের প্রশংসাও কুড়িয়ে নিয়েছেন ধ্রুব জুরেল। ম্যাচে জুরেলের ৮০ ও ৬৮ রানের দুই ইনিংস নিয়ে উচ্ছ্বসিত পেইন বলেছেন, ‘ওদের দলে (‘এ’ দল) একজন উইকেটকিপিং করেছিল, যে ভারতের হয়ে কয়েকটা টেস্টও খেলেছে। তিন টেস্টে ব্যাটিং গড় ৬৩। যার নাম ধ্রুব জুরেল। দ্বিতীয় বেসরকারি টেস্টে ওর ব্যাটিং দেখার পর বলতে বাধ্য হচ্ছি, ওকে যদি টেস্ট সিরিজে না খেলানো হয়, তাহলে তা দুর্ভাগ্যজনক হবে।’
প্রতিপক্ষ সাজঘরে বসে দুই ইনিংস প্রত্যক্ষ করেছেন। অভিজ্ঞতা থেকে অস্ট্রেলিয়ার প্রাক্তন অধিনায়ক টিম পেইনের সংযোজন, ‘নিখুঁত ৮০ রানের ইনিংস। দারুণ উপভোগ করেছি। অস্ট্রেলিয়ার সাপোর্ট স্টাফরাও ধ্রুব জুরেলের ব্যাটিংয়ে মুগ্ধ। সবার একটাই প্রতিক্রিয়া- ছেলেটা সত্যিই দুর্দান্ত খেলে। আসন্ন বর্ডার-গাভাসকার ট্রফিতে ওর দিকে চোখ থাকবে। আমার বিশ্বাস, ওর ব্যাটিং নজর কাড়বে অজি ক্রিকেটপ্রেমীদেরও।’
এদিকে ব্র্যাড হ্যাডিনের দাবি, আসন্ন সিরিজে অজি পেসারদের সামলাতে হিমশিম খাবে ভারতীয় ব্যাটাররা। ‘আমাদের পেসারদের ওরা সামলাতে পারবে বলে মনে হয় না। যশস্বী জয়সওয়াল ভালো ব্যাটার। কিন্তু প্রথমবার অস্ট্রেলিয়ায় খেলবে। জানি না এখানকার বাউন্স সামলাতে পারবে কিনা। পারথের পিচে ওপেন করা কিন্তু সবসময় কঠিন’, দাবি হাডিনের।