উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ফের বাংলাদেশের (Bangladesh) হিন্দুদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবি জানাল ভারত (India-Bangladesh)। বৃহস্পতিবার বিদেশমন্ত্রকের তরফে রাজ্যসভায় লিখিত বিবৃতি পেশ করে এই দাবি জানানো হয়। ভারতের তরফে জানানো হয়েছে, আগেই বাংলাদেশের সরকারের কাছে সেখানকার হিন্দু এবং অন্য সংখ্যালঘু নাগরিকদের জীবনের নিরাপত্তা এবং তাঁদের ধর্মস্থানের নিরাপত্তা সুনিশ্চিত করার জন্য বার্তা দেওয়া হয়েছিল।
এদিন রাজ্যসভায় এক প্রশ্নের উত্তরে বিদেশমন্ত্রকের প্রতিমন্ত্রী কীর্তিবর্ধন সিং জানান, বাংলাদেশে হিন্দু মন্দিরে ভাঙচুর ও দেবদেবীর অপবিত্রতার নানা ঘটনার কথা জানা গিয়েছে। সরকার এই হামলার ঘটনা নিয়ে উদ্বেগ প্রকাশ করছে। ভারতের (India) সাফ কথা, বাংলাদেশ যেন তার সমস্ত নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করে, বিশেষত সংখ্যালঘুদের। কেন্দ্রীয় মন্ত্রী মনে করিয়ে দিয়েছেন হিন্দু, সংখ্যালঘু এবং তাদের ধর্মীয়স্থানের নিরাপত্তা নিশ্চিত করার প্রাথমিক দায়িত্ব বাংলাদেশ সরকারের।’
উল্লেখ্য, গত ৫ অগাস্ট বাংলাদেশে প্রবল গণবিক্ষোভের জেরে শেখ হাসিনা (Sheikh Hasina) সরকার ক্ষমতাচ্যুত হতেই সংখ্যালঘুদের উপর নির্যাতনের অভিযোগ ওঠে। যদিও ধারাবাহিকভাবে তা অস্বীকার করে গিয়েছে বাংলাদেশের সরকার। তবে সংখ্যালঘুরা বিভিন্ন এলাকায় জমায়েত করে তাঁদের স্বার্থরক্ষার ডাক দেয়। সংখ্যালঘুদের আন্দোলনে নেতৃত্বে ছিলেন সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণদাস। সেই চিন্ময় কৃষ্ণদাসকেই গ্রেপ্তার করেছে মুহাম্মদ ইউনূসের সরকার। আর তা ঘিরেই উত্তাল বাংলাদেশের পরিস্থিতি। প্রতিবাদী সংখ্যালঘুদের উপর নানা জায়গায় নির্যাতনের অভিযোগ উঠছে। ধর্মস্থানে হামলার ঘটনা ঘটছে। যা নিয়ে এর আগে কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। এদিন সংসদেও সরকারের বক্তব্য স্পষ্ট করে দেওয়া হয়।