মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫

India-England Test series | ইংল্যান্ডের মাটিতে অনবদ্য সেঞ্চুরি জয়সওয়ালের, ক্রমশ বড় রানের দিকে এগোচ্ছে ভারত

শেষ আপডেট:

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ ইংল্যান্ডের মাটিতে প্রথম টেস্টের প্রথম দিনেই সেঞ্চুরি করলেন যশস্বী জয়সওয়াল। ১৪৪ বলে সেঞ্চুরি করেন এই ভারতীয় ওপেনার। তবে সেঞ্চুরি করার পরেই ১০১ রান করে ইংরেজ বোলার বেন স্টোকসের বলে বোল্ড হয়ে সাজঘরে ফিরে যান যশস্বী। হাতে চোট নিয়েও নব্বইয়ের কোঠায় দাঁড়িয়ে দুটি চার হাঁকিয়েছেন তিনি।

এদিন টসে জিতে প্রথমে ভারতকে ব্যাট করতে পাঠান ইংল্যান্ড অধিনায়ক বেন স্টোকস। ভারতের হয়ে প্রথমে ব্যাট করতে নামেন যশস্বী জয়সওয়াল এবং কেএল রাহুল। কোনও ইংরেজ বোলারই তাঁদের পরাস্ত করতে পারছিলেন না। এই দুই ওপেনারের সামনে ইংরেজ বোলাররা কখনই মাথা তুলে দাঁড়াতে পারেননি। বিশেষ করে যশস্বী। ৪২ রানে আউট হয়ে যান রাহুল। রাহুলের আউটের পরেও বাঁহাতি ব্যাটারের দাপট থামেনি।

এর মধ্যে যখন তিনি ৯০ রানে, তখন ব্রাইডেন কার্সের বল সোজা এসে হাতে লাগে। কিন্তু তাতে দমে যাওয়ার পাত্র নন যশস্বী। মাঠে ফিজিও ঢুকে শুশ্রূষা করেন। চোট নিয়েই সেঞ্চুরির দোরগোড়ায় দুটি চার হাঁকান যশস্বী। পৌঁছে যান একেবারে ৯৯ রানে। সেখান থেকে একটা শর্ট রান। ইংল্যান্ডের মাঠে প্রথম টেস্টেই সেঞ্চুরি করলেন তিনি। তবে চা-পানের বিরতির পরই আউট হয়ে যান যশস্বী। ১৫৮ বলে তিনি করেন ১০১ রান। মারেন ১৬টি চার ও একটি ছক্কা। ইংল্যান্ডের বিরুদ্ধে প্রথম ইনিংসে ভারতও ক্রমশ বড় রানের দিকে এগিয়ে যাচ্ছে।

Sandip Sarkar
Sandip Sarkarhttps://uttarbangasambad.com/
Sandip Sarkar Reporter based in Darjeeling district of West bengal. He Worked in Various media houses for the last 22 years, presently working in Uttarbanga Sambad as Sr Sub Editor.

Share post:

Popular

More like this
Related

Nimisha Priya | আলোচনায় আশার আলো! ইয়েমেনে আপাতত স্থগিত ভারতীয় নার্স নিমিশার ফাঁসি

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: বড় স্বস্তি। ইয়েমেনে (Yemen) কেরলের...

Shoaib Bashir | লর্ডস টেস্টে সিরাজকে আউট করেছিলেন, এবার দল থেকেই ছিটকে গেলেন সেই শোয়েব বশির

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্কঃ লর্ডস টেস্টে সিরাজের উইকেটটি নিয়ে...

Price of Medicine | অত্যাবশ্যকীয় ওষুধের দাম বেঁধে দিল কেন্দ্র! তালিকায় রয়েছে ডায়াবেটিস ও ক্যানসারের ওষুধও

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক: ৭১ টি অত্যাবশকীয় ওষুধের দাম...

BJP worker murder case | বিজেপি কর্মী খুনে চার্জশিটে নাম, হাইকোর্টে আগাম জামিনের আর্জি পরেশ পাল সহ তিন নেতা-নেত্রীর

উত্তরবঙ্গ সংবাদ ডিজিটাল ডেস্ক : বিজেপি কর্মী অভিজিৎ সরকার...